মরহুম আলহাজ্ব আনোয়ারুল আজিম চৌধুরী স্মরণে ভার্চুয়াল সভা অনুষ্ঠিত

সায়মা আক্তার জেরিন, দৈনিক চট্টগ্রাম >>>
চট্টগ্রাম নগরের উত্তর কাট্টলীর কৃতি সন্তান, বর্ণিল সামাজিক সংগঠক ও সমাজসেবক মরহুম আলহাজ্ব আনোয়ারুল আজিম চৌধুরী স্মরণে ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়েছে।  বুধবার (জুলাই ৮) বাংলাদেশ সময় রাত ৯টা থেকে ১১.১৫ মিনিট এবং ইউএসএ সময় বেলা ১১টা থেকে ১টা ১৫ মিনিট পর্যন্ত zoom.US এর মাধ্যমে এই ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়।  উত্তর কাট্টলীর সন্তান ও সংগঠক মোহাম্মদ ইমতিয়াজ চৌধুরীর পরিকল্পনা ও উপস্থাপনায় অনুষ্ঠিত এই স্মরণ সভায় মরহুম আলহাজ্ব আনোয়ারুল আজিম চৌধুরীর সহজ-সরল জীবনাচার, নি:স্বার্থ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড নিয়ে আলোচনা করা হয়।  তাঁর জীবনের নানান বিষয়ে কথা বলতে গিয়ে অনেকে আবেগাপ্লুতও হন।  ভার্চুয়াল এই সভার উদ্যোক্তা ও সমন্বয়ক ছিলেন আমেরিকা প্রবাসী উত্তর কাট্টলীর সন্তান আকতারুল ইসলাম আপ্পি।  গত ২৬ জুন আলহাজ্ব আনোয়ারুল আজিম চৌধুরী বার্ধক্যজনিত কারণে উত্তর কাট্টলীর বাসভবনে মৃত্যুবরণ করেন।  
প্রাণবন্ত এই ভার্চুয়াল স্মরণসভায় অংশ নেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, সংগঠক ও সমাজসেবক অ্যাডভোকেট আনোয়ারুল কবীর চৌধুরী, অ্যাডভোকেট আলী আশরাফ চৌধুরী, ইউএসটিসির অধ্যাপক ডা. মাহবুবুল আলম চৌধুরী, নারী সংগঠক মমতাজ বেগম চৌধুরী, চসিকের প্যানেল মেয়র ও উত্তর কাট্টলীর ওয়ার্ড কাউন্সিলর ড. নিছার উদ্দীন আহমেদ মন্জু, সংরক্ষিত নারী কাউন্সিলর আবিদা আজাদ, উত্তর কাট্টলীর সমাজসেবক ও সংগঠক ডা. শাহাদাত হোসাইন, পদ্মা অয়েল কোম্পানী লিমিটেডের মহা-ব্যবস্থাপক (জিএম) ইঞ্জিনিয়ার মোহাম্মদ আমিনুল হক, মাসিক কাট্টলী বার্তা ও দৈনিক চট্টগ্রামের উপদেষ্টা সম্পাদক সাইফুদ্দীন আহমদ সাকী, কানাডা প্রবাসী মোহাম্মদ হাসান দিদার, সংগঠক শওকত ইদ্রিচ বাবু, মামুনুর রশীদ, উত্তর কাট্টলী ওয়ার্ডের কাউন্সিলরপ্রার্থী ও ওয়ার্ড বিএনপির সভাপতি রফিক উদ্দীন চৌধুরী, শিক্ষক শরনি কুমার সেন, নারী সংগঠক সবিতা বিশ্বাস, সংগঠক মোহাম্মদ আব্দুল মোহাইমেন, রহিম উদ্দীন চৌধুরী, তারিকুল ইসলাম পাপ্পু, মাসুদ রশীদ, আমেরিকা প্রবাসী দেলোয়ার জাহান চৌধুরী ও মেজবাহ উদ্দীন রূপন, রুবায়েত চৌধুরী, ক্রীড়া সংগঠক এখলাছুর রহমান শামীম, মরহুম আনোয়ারুল আজিম চৌধুরীর ছেলে শফিকুল ইসলাম শুকু ও শহীদুল ইসলাম দুলদুল এবং উত্তর কাট্টলীর সংগঠক ইমতিয়াজ চৌধুরী।

ডিসি/এসআইকে/আইএস