সরাইপাড়ায় মাজার ভাঙা বিতর্ক নিরসনে ৬ সদস্যের কমিটি

নগর প্রতিবেদক, দৈনিক চট্টগ্রাম >>>
চট্টগ্রাম নগরীর পাহাড়তলীর সরাইপাড়াস্থ পোর্ট কানেক্টিং (পিসি) সড়কের সম্প্রসারণ ও সংস্কার করতে গিয়ে মাজার ভাঙার যে বিতর্ক উঠেছে তা খতিয়ে দেখার জন্য সংশ্লিষ্ট ধর্মীয় নেতৃবৃন্দদের নিয়ে ৬ সদস্যের কমিটি করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন।  এই কমিটি সরেজমিনে তদন্ত করবে এবং স্থানীয় পঞ্চাশোর্ধ ব্যক্তিদের সাথে কথা বলে জানবে আদৌ এখানে কোনো মাজার ছিল কী না, নাকী সেখানে কোনো ব্যক্তির কবরকে ঘিরে মাজার তৈরি করা হয়েছে।  এই কমিটির প্রতিবেদন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন চসিক প্রশাসক খোরশেদ আলম সুজন।
কমিটির সদস্যরা হলেন কাজী মোহাম্মদ আবদুল ওয়াজেদ, আল্লামা আশরাফুজ্জামান আলক্বাদেরী, অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন বখতেয়ার, স উ ম আবদুস সামাদ, চসিকের পক্ষে মাওলানা মুহাম্মদ হারুনুর রশিদ চৌধুরী ও চসিকের সংশ্লিষ্ট প্রকৌশলী।  এই কমিটি আগামি শনিবার থেকে কাজ শুরু করে দ্রুততম সময়ের মধ্যে প্রতিবেদন জমা দেবেন।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে ষোলশহরস্থ আনজুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নীয়া ট্রাস্টের সেক্রেটারী, জামেয়া আহমদিয়ার সুন্নীয়া মাদ্রাসার অধ্যক্ষ ও গাউছিয়া কমিটিসহ ওলামেয়া ক্বেরামবৃন্দের সাথে মাদ্রাসার অধ্যক্ষের কক্ষে সৌজন্য সাক্ষাত করেন খোরশেদ আলম সুজন।  তিনি এসময় বলেন, চট্টগ্রামের উন্নয়নে অন্যায় বাঁধা বিপত্তি এলে তা কিছুতেই গ্রাহ্য হবে না।  সড়ক সংস্কার ও সম্প্রসারণ উদ্যোগকে ব্যর্থ করতে মহল বিশেষ রাজনৈতিক কুমতলব এবং অসৎ উদ্দেশ্যে নানান বিভ্রান্তি ছড়াচ্ছে।  এমনকি পবিত্র ধর্মানুভূতিকে ইস্যু করা হচ্ছে।  আমি স্পষ্ট করে বলতে চাই, আমি কখনো ধর্মীয় প্রতিষ্ঠানের স্থাপনার অমর্যাদা করতে চাই না, করিনি এবং করবোও না।
এই সময় জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ প্রশাসককে আন্তরিক ধন্যবাদ জানিয়ে বলেন, একজন ধর্মপ্রাণ মানুষ হিসেবে নগরীর ধর্মীয় স্থাপনাগুলো বিশেষ করে মাজার, মসজিদ সংরক্ষণের আহ্বান জানাচ্ছি।  তিনি ঈদে মিলাদুন্নবী স্বাস্থ্য বিধি মেনে পালনে সহযোগিতা কামনা করেন।
কথিত এই মাজার ভাঙার প্রতিবাদে ইতোমধ্যে আজ বৃহস্পতিবারও (১৫ অক্টোবর) মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় কয়েকটি সংগঠন।  কয়েকদিন ধরে মাজার ভাঙার ছবিসহ ফেসবুকে প্রচারণা চালানো হচ্ছে যা দৃষ্টিগোচর হয়েছে চসিকের।  তার প্রেক্ষিতেই এই কমিটি গঠন করা হলো।
এসময় উপস্থিত ছিলেন প্রশাসকের একান্ত সচিব মোহাম্মদ আবুল হাশেম, আনজুমানে রহমানিয়া সুন্নিয়া ট্রাস্টের সিনিয়র সহ-সভাপতি মুহাম্মদ মহসিন, জেনারেল সেক্রেটারী মুহাম্মদ আনোয়ার হোসাইন, গাউছিয়া কমিটি বাংলাদেশ’র চেয়ারম্যান সাবেক কাউন্সিলর পেয়ার মুহাম্মদ, জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ সৈয়দ মুহাম্মদ অছিয়র রহমান, ফক্হি আল্লামা কাজী মোহাম্মদ আবদুল ওয়াজেদ, মুফাসসির আল্লামা কাজী মুহাম্মদ ছালেকুর রহমান আলক্বাদেরী, মুহাদ্দিস আল্লামা আশরাফুজ্জামান আলক্বাদেরী, প্রভাষক মাওলানা গোলাম মোস্তফা মুহাম্মদ নুরুন্নবী, মাওলানা মুহাম্মদ ইলিয়াছ আলক্বাদেরী, মুহাম্মদ আনিসুজ্জামান, মাওলানা আবুল আসাদ মুহাম্মদ জোবাইর রজভী, মাওলানা মুহাম্মদ জিয়াউল হক, মাওলানা মুহাম্মদ জামাল উদ্দিন, মাওলানা মুহাম্মদ নঈমুল হক, গাউছিয়া কমিটি বাংলাদেশ এর যুগ্ম মহাসচিব মুহাম্মদ মোসাহেব উদ্দিন বখতেয়ার, ইসলামী ফ্রন্ট বাংলাদেম এর যুগ্ম মহাসচিব স উ ম আবদুস সামাদ ও চসিক মাদ্রাসা পরিদর্শক মাওলানা মুহাম্মদ হারুনুর রশিদ চৌধুরী প্রমুখ।

ডিসি/এসআইকে/এমএনইউ