অলংকার-আকবরশাহ’য় অবৈধ স্থাপনা উচ্ছেদ চসিকের

বিজ্ঞপ্তির সংবাদ, দৈনিক চট্টগ্রাম >>>
চট্টগ্রাম নগরীর আকবরশাহ থানাস্থ কৈবল্যধাম ও পাহাড়তলী থানা এলাকার অলংকার রোডে গতকাল বৃহস্পতিবার (১ এপ্রিল) সকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)।  ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নেতৃত্ব দেন কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী।
অভিযানে কৈবল্যধাম রোডের ফুটপাত ও নালার উপর অবৈধ দোকান এবং দোকানের বর্ধিতাংশ অপসারণ ছাড়াও ট্রেড লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনার অপরাধে আট ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়েরসহ ১২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।  এ সময় দীর্ঘদিন যাবত ট্রেড লাইসেন্স নবায়ন না করা ও বকেয়া লাইসেন্স ফি বাবদ ৭০ হাজার টাকা তাৎক্ষণিক আদায় করা হয়।
অভিযানে কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ম্যাজিস্ট্রেটকে সহায়তা করেন।  চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়রের নির্দেশে এই অভিযান চলমান থাকবে বলে ম্যাজিস্ট্রেট জানান।

ডিসি/এসআইকে/এমএনইউ