শুক্রবার সংবর্ধিত হবেন কাট্টলী নূরুল হক চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ৩৫ বীর মুক্তিযোদ্ধা

নগর প্রতিবেদক, দৈনিক চট্টগ্রাম >>>
বাংলাদেশের সুবর্ণজয়ন্তীকে বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে উদযাপনের লক্ষ্যে কাট্টলী নূরুল হক চৌধুরী উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী সমিতি বিদ্যালয়ের প্রাক্তন প্রায় ৩৫ জন বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দেয়ার উদ্যোগ গ্রহণ করেছে।  আগামিকাল শনিবার (২৫ ডিসেম্বর) বিকাল ৪ টায়
চট্টগ্রাম নগরের উত্তর কাট্টলীস্থ কর্ণেলহাটের উত্তর কাট্টলী ফয়েজ আলী চৌধুরী স্কুল মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।  অনুষ্ঠানমালায় রয়েছে আলোচনা সভা, মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ ও সংবর্ধনা, কেককাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার কথা রয়েছে।  কাট্টলী নূরুল হক চৌধুরী উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি সাবেক লায়ন গভর্ণর নজমুল হক চৌধুরী কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বলে আয়োজকেরা জানিয়েছেন।  এছাড়াও অনুষ্ঠানে প্রধান আলোচক থাকবেন মুক্তিযুদ্ধের গবেষণা কেন্দ্র ট্রাস্টের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ডা. মাহফুজুর রহমান।
সংবর্ধনা অনুষ্ঠানে জাতির শ্রেষ্ঠ সন্তান কাট্টলী নূরুল হক চৌধুরী স্কুলের ৩৫ জন বীর মুক্তিসেনানীকে ভালোবাসায় সিক্ত ও সংবর্ধিত করা হবে।  এরমধ্যে ৬ জনকে মরণোত্তর সংবর্ধনা দেয়া হচ্ছে।
স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ১০ কেজি’র একটি কেক কাটা হবে বলে জানা গেছে।  পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকছে।  সাংস্কৃতিক অনুষ্ঠানে স্কুলের ছাত্র-ছাত্রীসহ জনপ্রিয় শিল্পীরা সংগীত ও নৃত্য পরিবেশন করবেন।
আয়োজক কমিটির আহবায়ক এবং দৈনিক চট্টগ্রামের উপদেষ্টা সম্পাদক সাইফুদ্দিন আহমদ সাকী জানিয়েছেন, কাট্টলী নূরুল হক চৌধুরী উচ্চ বিদ্যালয় থেকে হাজারো শিক্ষার্থী দেশব্যাপি ছড়িয়েছে নানান কর্মযজ্ঞে।  ২০১৮ সালে আমরা চেষ্টা করেছি স্কুলের প্রাক্তনদের একত্রিত করতে।  সেখানে কয়েক হাজার প্রাক্তনদের মিলনমেলা বসেছিল।  এরপর করোনাকালীন সময়েও সংঘবদ্ধ প্রাক্তনদের ব্যাচভিত্তিক সংগঠনগুলো নানান মানবিক কাজে নিজেদের যুক্ত রেখেছে।  আমরা প্রাক্তন ছাত্র-ছাত্রী সমিতি মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর উৎসবটি মুক্ত বাংলাদেশ গড়ার কারিগরদের নিয়ে উদযাপন করতে চাই।  সে লক্ষ্যে কাট্টলী নূরুল হক চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তনশিক্ষার্থী যারা মহান স্বাধীনতা যুদ্ধে নিজেদের জীবন বাজি রেখে অংশ নিয়েছিলেন তাঁদের মধ্যে ৩৫ জনকে আমরা একত্রিত করতে পেরেছি।  তাঁদের নিয়েই আমরা সুবর্ণজয়ন্তী উদযাপন করছি।  তিনি সবাইকে অনুষ্ঠানে উপস্থিত থাকার আমন্ত্রণও জানান।

ডিসি/এসআইকে/আরসি