নগরে পথবাসীদের ইফতার দিলো একতা সংগঠন

নগর প্রতিবেদক, দৈনিক চট্টগ্রাম >>>
দশে মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ- এই মন্ত্রে উজ্জ্বীবিত কিছু তরুণ-যুবক প্রতিদিনই সমাজের জন্য, সমাজের মানুষের জন্য কাজ করে চলেছে অবিরাম।  এবার সেই অবিরাম কাজের অংশ হিসেবে চট্টগ্রাম নগরের উত্তর পাহাড়তলী, আকবরশাহ, সিটি গেইট এবং সিআরবি এলাকার পথবাসী দরিদ্র মানুষদের মাঝে ইফতার বিতরণ করেছে তারা।
শুক্রবার (১৫ এপ্রিল) পবিত্র মাহে রমজান উপলক্ষে হেঁটে হেঁটে দরিদ্র পথবাসীদের মাঝে ইফতার বিতরণ করে একতা সংগঠন নামক একটি সামাজিক সংগঠনের উদ্যোক্তারা।
মানব সেবায় গঠিত একতা সংগঠনের সদস্য সাদ্দাম হোসেন ইমন বলেন, নিজেদের অর্থায়নে সাধারণ মানুষের মুখে হাসি ফোটাতে এমন উদ্যোগ।  সংগঠনের সদস্য মো. রানা, রিফাত হোসেন, সাহাদাত হোসেন, মুন্না, শফিকুল ইসলাম হিরা, মো. তায়েব, স্বেচ্ছাসেবকরা বলেন, দরিদ্র মানুষকে ইফতার দেওয়া এবং দরিদ্র পরিবারের পাশে থাকা তাদের মূল উদ্দেশ্য।  নিজেদের টাকার পাশাপাশি পরিচিতজনদের কাছে থেকে পাওয়া টাকা দিয়ে তারা
দুস্থ মানুষদের সহায়তা করার চেষ্টা করছেন।  সমাজের বিত্তবানরা এগিয়ে আসলে এমন কাজ করা অনেক সহজ হবে।
মানবিক এ কাজে সংগঠনের মত সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থা ও সমাজের বিত্তবানরা এগিয়ে এলে দরিদ্ররা একটু স্বস্তি পাবেন- এমন ধারণা সংগঠনের সদস্যদের।

ডিসি/এসআইকে/আরসি