উত্তর পাহাড়তলী ওয়ার্ডে শোক দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

‌‘বঙ্গবন্ধুকে হত্যা করে স্বাধীনতা বিরোধী অপশক্তি মনে করেছিল, বাংলাদেশ থেকে বঙ্গবন্ধুর নাম মুছে ফেলা যাবে।  কিন্তু আজ প্রমাণিত হয়েছে বঙ্গবন্ধুর আদর্শের কোনো মৃত্যু নেই।  শোককে শক্তিতে পরিণত করে,‌ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে, দেশি-বিদেশি ষড়যন্ত্র রুখে দিতে হবে।  উন্নয়ন ও গণতান্ত্রের ধারা অব্যাহত রাখতে হলে আগামি নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থীদের বিজয়ী করতে হবে’।
চট্টগ্রাম মহানগরীর ৯নং উত্তর পাহাড়তলী ওয়ার্ড জাতীয় শোক দিবস পালন পরিষদ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার যুগ্ন সাধারণ সম্পাদক মসিউর রহমান চৌধুরী।
আকবরশাহ্ থানা আওয়ামী লীগের সম্পাদকমন্ডলীর সদস্য জমির উদ্দিন মাসুদের সভাপতিত্বে ও মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতা পাভেল ইসলামের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মাহবুবুল হক সুমন, চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের উপদেষ্টা নুরুল কবির, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কাউন্সিলর তছলিমা নূরজাহান রুবি এবং মহানগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহমেদ ইমু।
বক্তব্য রাখেন ওয়ার্ড আওয়ামী লীগ নেতা দেলোয়ার হোসেন সিরাজ, শেখ মামুন, সাবেক ইসলামিয়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র সংসদের ভিপি আবুল হাসনাত সৈকত, জাহাঙ্গীর আলম, শিশির কান্তি বল, আবদুর রহিম, হারুন, এনামুল হক, মুক্তিযোদ্ধা আবুল কালাম, নাসিরুদ্দিন, লিয়াকত আলী, আসাত মাহফুজ চৌধুরী, ১০নং কাট্টলী ওয়ার্ড আওয়ামী লীগ নেতা ইলিয়াস আজম খান, ৯নং উত্তর পাহাড়তলী ওয়ার্ড শ্রমিক লীগের সভাপতি গিয়াসউদ্দিন তুহিন, সাধারণ সম্পাদক নুরুল আফসার, যুবলীগ নেতা এমজি রহমান দিপু, জিকু, রানা, আকবরশাহ্ থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৈয়দ তৌহিদুল ইসলাম, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সহ-সম্পাদক মোশাররফ হোসেন সৈকত, ইসলামিয়া কলেজ ছাত্রলীগের সভাপতি রাকিবুল হাসান, থানা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন রিয়াজ, রাজু আহমেদ, সিটি কলেজ ছাত্র সংসদের এজিএস বেলাল উদ্দিন, সরাইপাড়া ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি হান্নান খান ফয়সাল, ৯নং উত্তর পাহাড়তলী ওয়ার্ড ছাত্রলীগ নেতা শুভ পালিত, মাহিদ মানসিফ, রিফাত সিপাত, রকি তানভীর শাকিল, জোবায়ের প্রমুখ। বিজ্ঞপ্তি

ডিসি/এসআইকে/এসডিএস