বঙ্গবন্ধু হত্যার প্রধান কুশীলবদের এই বাংলার মাটিতে বিচার হবেই : উপমন্ত্রী নওফেল

নগর প্রতিবেদক, দৈনিক চট্টগ্রাম >>>
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যদের হত্যাকারীদের প্রধান কুশীলবদের এই বাংলার মাটিতেই বিচার হবে বলে মন্তব্য করেছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মুহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি।  তিনি বলেছেন, মরনোত্তর বিচার করার নজীর পৃথিবীজুড়ে অনেক আছে।  যারা পাকিস্তানীদের সাথে আঁতাত করে জাতির জনককে হত্যার পরিকল্পনায় সায় দিয়েছিল, যারা পরবর্তীতে জাতির পিতার হত্যাকারীদের বাংলার মাটিতে পুনর্বাসন ও বিদেশে প্রতিষ্ঠিত করেছিল, যারা দেশবিরোধীদের গাড়িতে দেশের মর্যাদা জাতীয় পতাকা তুলে দিয়েছিল তাদের বিচার এই বাংলার মাটিতে হবে।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত শোক সভায় প্রধান অতিথির বক্তব্যে উপমন্ত্রী এ কথা বলেন।  তিনি আরো বলেন, দেশ আজ যখন স্বয়ংসম্পূর্ণ, দেশের মানুষ যখন শান্তিতে ঘুমাতে পারছে, ঠিক তখনই অযৌক্তিক দাবি তুলে প্রতিবাদের নামে বিশৃঙ্খলার সৃষ্টি করছে বিএনপি-জামায়াত।  তাদের এই মোকাবেলায় দলীয় আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগসহ সকলস্তরের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে প্রস্তুত থাকতে হবে।  জননেত্রী শেখ হাসিনার নির্দেশ পাওয়ার পর অলিতে গলিতে তাদের অপপ্রচারের প্রতিবাদ করতে হবে।  বিশৃঙ্খলাকারীদের প্রতিহত করতে হবে।
চট্টগ্রাম নগরের ৯নং উত্তর পাহাড়তলী, ১০নং উত্তর কাট্টলী, ১১নং দক্ষিণ কাট্টলী ও ১২নং সরাইপাড়া ওয়ার্ড আওয়ামী লীগের যৌথ উদ্যোগে আয়োজিত এই শোক সভায় সভাপতিত্ব করেন ৯নং উত্তর পাহাড়তলী ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত আহবায়ক আলহাজ্ব সৈয়দ সারোয়ার মোর্শেদ কচি। ১০নং উত্তর কাট্টলী ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক মো. ইকবাল চৌধুরী ও ১২নং সরাইপাড়া ওয়ার্ডের যুগ্ম আহবায়ক লায়ন শওকত আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিক আদনান, পাহাড়তলী থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব নুরুল আফছার মিয়া, আওয়ামী লীগ নেতা মো. দেলোয়ার হোসেন খোকা, অধ্যাপক আসলাম, আলহাজ্ব মো. শেখ লোকমান, এরশাদুল আমিন, আলহাজ্ব নিয়াজ আহমদ, এরশাদ মামুন, আব্দুল জব্বার, লোকমান হাকিম, সাহাব উদ্দিন জাহেদ, মোজাফফর আহমদ মাসুম, জামাল উদ্দিন তারেক, মো. নাছির, মোহাম্মদ আলী বাবলু, জমির উদ্দিন মাসুদ, এম এ আজিজ চৌধুরী, নাছির আহমদ ভুঁইয়া,
ইমরান হোসেন, মো. শাহাজান, আব্দুল ওয়াজেদ খান রাজীব, মো. সোহেল, সিরাজুল ইসলাম লিটন, নুর নবী মারুফ, মীর আহমদ খোকন, নুরুল ইসলাম সুমনসহ আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

ডিসি/এসআইকে/আরএআর