বিশ্ববাসী এখন জানে বিএনপি একটি সন্ত্রাসী দল : আ জ ম নাছির উদ্দীন

নগর প্রতিবেদক, দৈনিক চট্টগ্রাম >>>
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন বলেছেন, জাতির জনকের হত্যাকাণ্ডের মধ্য দিয়ে স্বাধীন দেশে হত্যার রাজনীতি শুরু করেছিলেন বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান। সেই হত্যার রাজনীতি তার সৃষ্ট বিএনপি এখনো অব্যাহত রেখেছে। ২১ আগস্ট বোমা হামলা তার বড় প্রমাণ। এতোকিছু করেও যখন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে কিছুই করতে পারছে না, আওয়ামী লীগ সরকারের জনপ্রিয়তায় ধস নামাতে পারছে তা, তখন তারা বিদেশিদের কািেছগিয়ে ধর্না দিচ্ছে, তাদের কাঁধে চড়ে ক্ষমতায় আসতে চায়। বিএনপির এমন অপপ্রচার ও গণতন্ত্রবিরুদ্ধ কার্যক্রম প্রতিহতে আওয়ামী লীগের প্রতিটি নেতা-কর্মী ঐক্যবদ্ধ। তাদের প্রতিহতের মাধ্যমে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলার জনগণ আবারও সরকার গঠন করবে। শেখ হাসিনাকে নেতৃত্বের মুকুটপড়াবে।
রবিবার (২৭ আগস্ট) আকবরশাহ্ থানা আওয়ামী লীগের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ আগস্টে নিহত সকল শহীদদের স্মরণে আয়োজিত শোকসভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহতাব উদ্দিন আহমদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন জাতীয় সংসদ সদস্য নোমান আল মাহমুদ।
প্রধান অতিথির বক্তব্যে নগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, বঙ্গবন্ধু ও তার পরিবারকে নিশ্চিহ্ন করার মানসে যারা বাংলাদেশে অরাজনীতির জনক সেই বিএনপি জানে না তাদের আর কোনো গ্রহণ যোগ্যতা বাংলার মানুষের কাছে নেই। তারা এখন শুধুই নালিসপার্টি। বিদেশিদের কাছে গিয়ে বাংলার গণতন্ত্রকে ধুলিস্যাৎ করে পেছনের দরজা দিয়ে ক্ষমতা চায়। বাংলাদেশের জনগণ তাদের এই সুযোগ আর দিবে না। খুব দ্রুতই জিয়াউর রহমানের মরোণোত্তর বিচার এই বাংলার মাটিতে হবে। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নত দেশে পরিণত হবে। স্মার্ট বাংলাদেশ বিশ্বকে নেতৃত্ব দিবে।
আকবরশাহ থানা আওয়ামী লীগের সভাপতি সুলতান আহমেদ চৌধুরীর সভাপতিত্বে এবং সহ-সভাপতি লোকমান আলী’র সঞ্চালনায় সভায় নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক চৌধুরী হাসান মাহমুদ হাসনী, উপদেষ্টা সফর আলী, আকবরশাহ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী আলতাফ হোসেন, ১০নং উত্তর কাট্টলী ওয়ার্ড আওয়ামী লীগের আহবায়ক নিছার উদ্দিন আহমেদ মঞ্জু, ৯নং উত্তর পাহাড়তলী ওয়ার্ড আওয়ামী লীগের আহবায়ক সৈয়দ সরোয়ার মোর্শেদ কচি, আকবরশাহ থানা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল জব্বার, পাহাড়তলী থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোজাফ্ফর আহমদ মাসুম, আকবরশাহ থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফয়েজ আহমদ, উত্তর কাট্টলী ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মো. ইকবাল চৌধুরী, গিয়াস উদ্দিন জুয়েল, হাবিবুর রহমান চৌধুরীমস আবু সুফিয়ান, জমির উদ্দিন মাসুদ, আবদুল ওয়াজেদ খান রাজিব, এমজি রহমান দিপু, শাহাবুদ্দিন আঙ্গুর, রুবেল ভান্ডারি, জিয়াউল হক সুমন, অ্যাডভোকেট আব্দুল কাদের, নারীনেত্রী মিলি চৌধুরী, সবিতা বিশ্বাস, মো. আলী বাবলু, জুয়েল সিদ্দিকী প্রমুখসহ অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

ডিসি/এসআইকে/আরএআর