১ অক্টোবর থেকে ঢাকায় থাকবে না ঝুলন্ত তার

মেয়র আতিকুল ইসলাম। ফাইল ছবি

দৈনিক চট্টগ্রাম ডেস্ক >>>
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে আগামি ১ অক্টোবরের আগেই ঝুলে থাকা তারের জঞ্জাল সরানোর নির্দেশ দিয়েছেন মেয়র আতিকুল ইসলাম।
শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে গুলশানে বিচারপতি শাহাবুদ্দিন আহমদ পার্কের উদ্বোধনের সময় সংশ্লিষ্টদের এ নির্দেশ তিনি।  এ সময় ডিএনসিসি মেয়র ৯ একর জমির উপর নির্মিত পার্কটি রাজধানীর অন্যতম আধুনিক পার্ক হবে বলে জানান।
আতিকুল ইসলাম বলেন, পয়লা অক্টোবর থেকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে কোনো ঝুলন্ত তারের জঞ্জাল থাকবে না।  ওইদিন থেকেই ঝুলে থাকা তার কাটা শুরু হবে।  এছাড়া ১৫ সেপ্টেম্বর থেকে রাজধানীর অবৈধ বিলবোর্ড, ফেস্টুন ও ব্যানার উচ্ছেদ অভিযান চলবে উল্লেখ করে তিনি বলেন, যত বড় ক্ষমতাধারী আসুক না কেন, এ কাজে কেউ বাঁধা দিতে পারবে না।
বিচারপতি শাহাবুদ্দিন আহমদ পার্ক উদ্বোধনকালে মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলার ও ভারতীয় দূতাবাসের হাই কমিশনার রিভা গাঙ্গুলি উপস্থিত ছিলেন।

ডিসি/এসআইকে/এমএসএ