দেশ-বিদেশে ষড়যন্ত্র চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

দৈনিক চট্টগ্রাম ডেস্ক >>>
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘দেশকে অকার্যকর করতে দেশ-বিদেশে নানান ধরনের ষড়যন্ত্র চলছে।  এই ষড়যন্ত্র রুখতে মুক্তিযোদ্ধাসহ দেশবাসীকে সজাগ থাকতে হবে’।
শনিবার (৫ মার্চ) দুপুরে মানিকগঞ্জ শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে ঢাকা পশ্চিমাঞ্চলের মুক্তিযোদ্ধাদের মিলনমেলার উদ্বোধনকালে এ কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাওয়ার কারণে একটি মহল ঈর্ষান্বিত হয়ে তাকে ১৯ বার হত্যার চেষ্টা চালিয়েছে’।
মানিকগঞ্জে ঢাকার পশ্চিমাঞ্চলের ২১টি উপজেলার মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের নিয়ে মিলনমেলা চলছে।  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আ ক ম মোজাম্মেল হক।
মিলনমেলার আয়োজক কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা বেনজির আহমেদ এমপির সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান কামাল।  অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত আছেন- স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর বিক্রম), দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শাজাহান খান, সাবেক মন্ত্রী আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, পানি সম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম প্রমুখ।

ডিসি/এসআইকে/এমএসএ