এথেন্সের গ্রাণিওতে তিনতলা ভবন থেকে পড়ে বাংলাদেশির মৃত্যু

জহিরুল ইসলাম, এথেন্স (গ্রীস) থেকে >>>
গ্রীসের রাজধানী এথেন্সে গ্রানিও নামক গলিতে অবস্থিত ধানসিঁড়ি রেস্টুরেন্ট এর উপরের তিনতলা থেকে পড়ে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন- পুলিশের তাড়া খেয়ে পাশের বিল্ডিং এ নিজেকে পুলিশের কাছ থেকে আড়াল করার জন্য অবস্থান নিচ্ছিলেন। এসময় হঠাৎ পা পিছলে নীচে পড়ে যান বাংলাদেশি সরোয়ার আলম (৩২) প্রকাশ সরো নামের ওই যুবক। গ্রাণীও-৮ এর গলিটি মূলত বাঙালি গলি হিসেবে প্রচলিত। সরওয়ার যখন নিচে পড়ে যাচ্ছিল তখন রাত ৮ টা ৪৫ মিনিট। তখন ঐ স্থানটিতে অসংখ্য প্রবাসি বাংলাদেশিরা জমায়েত ছিল যা প্রতিদিনই হয়। পরে পুলিশ ঐ এলাকাটি ঘেরাও করে রাখে।
পুলিশের ঘেরাও আর বাংলাদেশির মৃত্যুর সংবাদটি ছড়িয়ে পড়ার কারণে গলিতে থাকা লোকজন দিকবিদিক ছুটতে থাকে। এই সংবাদ লেখার সময়ও লাশ ময়নাতদন্তের জন্য নেওয়া হয়নি।
জানা গেছে, ঐ গলিটি মূলত বাঙালি ব্যবসায়ীদের প্রধানতম স্থান। সেখানে প্রতিদিন শত শত প্রবাসী বাঙালিরা নিজেদের প্রয়োজনে সেখানে যান, দীর্ঘ সময় সেখানে আড্ডা-মষগুলে থাকেন। বাংলা ভাষাভাষিদের পদচারণায় মূখরিত থাকে পুরো গলি। গলির উভয় পাশে যেসব দালান রয়েছে প্রত্যেকটি দালানের ফ্লোরে বিপুল প্রবাসী বাঙালিরা স্বল্প মূল্যে ভাড়া নিয়ে বসবাস করেন। নিহত সরওয়ার আগে থেকেই বিভিন্ন মামলায় তালিকাভুক্ত আসামি ছিল। পুলিশ ঐ ভবনটির সিড়ি দিয়ে উপরের দিকে উঠতে দেখে সরোয়ার পাশের ভবনের বাইরের সানসেট দিয়ে যাওয়ার সময় নিচে পড়ে যান। ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
গ্রীসে বর্তমান সরকার প্রবাসি বিরোধী মনোভাবাপন্ন। তাই সাঁড়াশি পুলিশি অভিযানে সকল প্রবাসিরাই আতঙ্কে থাকেন, খুব কষ্টে দিনযাপন করছেন। সরোয়ারের মৃত্যুর বিষয়টি এই আতঙ্ককে কয়েকগুন বাড়িয়ে দিয়েছে বলে প্রবাসী বাংলাদেশিরা দৈনিক চট্টগ্রামকে জানান।

ডিসি/এসআইকে/জেআই