লামার ফাইতং পুলিশ ফাঁড়ির সড়ক সংস্কার করলেন পুলিশ সদস্যরা

মিজানুর রহমান, লামা (বান্দরবান) থেকে >>>
পার্বত্য জেলা বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়ন পুলিশ ফাঁড়ির চলাচল পথ (সড়ক) সংস্কার করেছেন ফাঁড়ির ইনচার্জ মো. নজরুল ইসলামসহ পুলিশ সদস্যরা।  গতকাল সোমবার (২২ জুন) সকাল থেকে আজ মঙ্গলবার (২৩ জুন) পর্যন্ত নিজেদের চলাচলের কাঁচা সড়কটি সংস্কার সম্পন্ন করেন ফাঁড়ির সকল সদস্য।
জানা গেছে, ফাইতং ফাঁড়ির পুলিশ সদস্যদের চলাচলের সড়কটি ভারি বর্ষণে চলাচলের অযোগ্য হয়ে পড়ে।  ফলে ভোগান্তিতে ছিলেন ফাঁড়ির পুলিশ সদস্যসহ কয়েকটি পরিবার।  কিন্তু করোনার এহেন পরিস্থিতে সরকারি বাজেটের উপর ভরসা না করে ফাঁড়ির ইনচার্জ মো. নজরুল ইসলাম ফাঁড়ির সবাইকে নিয়ে কাঁচা রাস্তায় ইট বসিয়ে চলাচলের যোগ্য করেন।
এ বিষয়ে ফাঁড়ির ইনচার্জ মো. নজরুল ইসলাম দৈনিক চট্টগ্রামকে বলেন, ফাঁড়ি’র চলাচলের সড়কটি দিয়ে কয়েকটি পরিবার যাতায়াত করে।  তবে, আমাদের নিজেদেরই বেশি প্রয়োজন ছিল সড়কটি।  বর্ষণে ক্ষতিগ্রস্ত এই কাঁচা সড়কটি দিয়ে চলাচল করা সম্ভব হচ্ছিল না।  এটা আগে ছিল মাটির সড়ক।  বৃষ্টির পানিতে চলাচল করতে খুবই কষ্ট হতো।  তাই আমরা ইট বসিয়ে ইতোমধ্যে ২০০ ফুট পর্যন্ত সংস্কার করেছি।  বাকি অংশ আজ মঙ্গলবার শেষ করলাম।

ডিসি/এসআইকে/এমআর