বান্দরবানে মিলল পরিত্যক্ত ২৯ মর্টার বোমা

বান্দরবান জেলা প্রতিনিধি, দৈনিক চট্টগ্রাম >>>
বান্দরবানের বলিপাড়ায় বিশেষ অভিযান চালিয়ে ২৯টি উচ্চ বিস্ফোরক মর্টার বোমা উদ্ধার করেছে বিজিবি।  সোমবার বলিপাড়ার গ্যালেঙ্গা ইউনিয়নে মাটির নিচে পরিত্যক্ত অবস্থায় এসব বোমার সন্ধান পাওয়া যায়।
জানা গেছে, ওই এলাকায় সন্ত্রাসীদের তৎপরতা ছিল।  তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কারণে অনেকদিন আগেই এসব সন্ত্রাসী গোষ্ঠী পালিয়েছে।  ধারণা করা হচ্ছে পালানোর সময় তারা এসব উচ্চ বিস্ফোরক বোমা মাটিতে পুঁতে ফেলে।
বলিপাড়া বিজিবি জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল খন্দকার মুহাম্মদ শরীফ-উল-আলম জানান, বিশেষ তৎপরতার ফলে এ ধরণের উচ্চ বিস্ফোরক উদ্ধার করা সম্ভব হয়েছে।  যার ফলে, অত্র এলাকার জনগণ বড় ধরনের দুর্ঘটনা এবং অভাবনীয় ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছে।
তিনি আরো জানান, বান্দরবানে যেকোনো ধরনের সন্ত্রাসী কার্যক্রম দমনে বিজিবির অপারেশন কার্যক্রম অব্যাহত থাকবে।

ডিসি/এসআইকে/এমসিএস