লামার ফাইতংয়ে ৫ ইটভাটা গুঁড়িয়ে দেয়া হলো

লামা প্রতিনিধি >>>
পার্বত্য জেলা বান্দরবানের লামা উপজেলার ফাইতংয়ে বেশ কয়েকটি অবৈধ ইট ভাটায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দুপুরে ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পাগলিরছড়া এলাকায় এই অভিযান চালানো হয়।
বান্দরবান জেলা পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক এএইচএম সামীউল আলম কুরসি জানান, বনাঞ্চল, পাহাড়ি এলাকা ও জনবসতি এলাকায় ইটভাটা স্থাপন নিষিদ্ধ। উক্ত এলাকায় স্কুল-মাদ্রাসাসহ বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে। এতে লোকজন দুর্ভোগ পোহাচ্ছে। এছাড়া জরিমানাকৃত ইটভাটার কোনো কাগজপত্র নেই। তাই এএসবি, এমএআর, ফোর বিএম, সিবিএম ও ওয়াইএসবি নামের এসব ইট ভাটায় অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিট্রেট জাকির হোসেন।
তিনি আরো জানান, এএসবি ব্রিকসকে ১ লক্ষ টাকা, এমএআর ব্রিকসকে ৩ লক্ষ টাকা, ফোরবিএম ব্রিকসকে ২ লক্ষ টাকা, সিবিএম ব্রিকসকে ৩ লক্ষ টাকা ও ওয়াইএসবি ব্রিকসকে ২ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানকালে ৫টি ইটভাটার চুল্লি পানি দিয়ে নষ্ট করা হয়। এছাড়া স্কেভেটর দিয়ে কাঁচা ও পোড়া ইট নষ্ট করা হয়েছে। এসময় র‌্যাব, ফায়ার সার্ভিস ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যসহ পরিবেশ অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ডিসি/এসআইকে/টিওআইএম