হেরোইনের উৎস চারটি পপি বাগান ধ্বংস বান্দরবানে

এই পপি ফুল থেকেই তৈরি হয় হেরোইন।

বান্দরবান প্রতিনিধি >>>
মাদকের বিস্তার রোধে এর উৎসগুলো ধ্বংসে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। মানবদেহের জন্য ক্ষতিকর মাদকের মধ্যে অন্যতম হেরোইন। আর এসব হোরোইন তৈরি হয় পপি পুল নামের এক ধরণের ফুল থেকে। দীর্ঘদিন ধরে দূর্গম পাহাড়ি অঞ্চলে এসব পপি চাষ করে মাদকের বড় একটি চাহিদা পূরণ করার অভিযোগ দীর্ঘদিনের। বিভিন্ন সময়ে বাংলাদেশ সেনাবাহিনী হেলিকপ্টার ব্যবহার করে এসব পপি বাগার ধ্বংস করার কাজ করেছে।
এবার বান্দরবানের রুমা উপজেলার রেমাক্রি পাংসা ইউনিয়নের ৪টি পপি বাগান ধ্বংস করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন- র‌্যাব। শুক্রবার (২৪ জানুয়ারি) এই অভিযান চালানো হয়।
স্থানীয়রা জানান, বান্দরবানের রুমা উপজেলার রেমাক্রি পাংসা ইউনিয়নের ক্যাওক্রাডং পাহাড়ের দুই কিলোমটার ভেতরে পাহাড়ে ছড়া-ঝিরির পার্শ¦বর্তী এলাকায় এসব পপি বাগান গড়ে তোলা হয়।
র‌্যাব জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে ৪টি পপি বাগানের সন্ধ্যান পায় র‌্যাব-৭। পরে র‌্যাব সদস্যরা পাহাড়ে অভিযান চালিয়ে পপি বাগান ধ্বংস করে দেয়। উৎপাদিত পপি গাছগুলো আগুন দিয়ে পুড়িয়ে দেয় র‌্যাব সদস্যরা।

পুরো পপি বাগান ধ্বংসে তৎপর ছিল র‌্যাব।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চট্টগ্রাম র‌্যাব-৭ এর অধিনায়ক মশিউর রহমান জুয়েল জানান, মিয়ানমার সীমান্তবর্তী পার্বত্য জনপদের পাহাড়ে নিষিদ্ধ পপি চাষ বন্ধে অভিযান চালানো হয়েছে। ক্যাওক্রাডং পাহাড়ের কয়েক কিলোমিটার দূরে পাওয়া ৪টি পপি বাগান ধ্বংস করা হয়েছে।
আরো যেসব স্থানে পপি ফুলের চাষ করা হয় সেখানেও পর্যায়ক্রমে দ্রুততার সাথে অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

ডিসি/এসআইকে/এনইউসি