কুমিল্লাবাসীকে সুষ্ঠু নির্বাচন উপহার দিতে চাই : নির্বাচন কর্মকর্তা

দৈনিক চট্টগ্রাম ডেস্ক >>>
অবাধ ও সুষ্ঠু কুমিল্লা সিটি কর্পোরেশন (কুসিক) নির্বাচন উপহার দিতে নগরবাসীসহ প্রার্থীদের কাছে সহযোগিতা চেয়েছেন নবনিযুক্ত নির্বাচন কর্মকর্তা শাহেদুন্নবী চৌধুরী।
মঙ্গলবার (২৬ এপ্রিল) দুপুরে কুমিল্লা জেলা নির্বাচন অফিসে সঙ্গে এক আলাপকালে তিনি এ সহযোগিতা চান।
এসময় প্রার্থীদের অনুরোধ জানিয়ে শাহেদুন্নবী চৌধুরী বলেন, ‘আমাদেরও পরিকল্পনা রয়েছে কুমিল্লাবাসীকে একটি অবাধ, সুষ্ঠু ও সুন্দর নির্বাচন উপহার দেওয়া।  এ সিটিতে আপনারা যারা প্রার্থী হবেন আচরণবিধি মেনে চলবেন।  মনোনয়ন চূড়ান্ত হওয়ার আগে প্রার্থীদের পোস্টার, লিফলেটসহ সব ধরনের প্রচার-প্রচারণা থেকে বিরত থাকতে হবে।  অন্যথায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে’।
২৭টি ওয়ার্ডের ১০৩টি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে।
কুমিল্লা সিটিতে মোট ভোটার ২ লাখ ৩২ হাজার ৬৩০ জন।  এদের মধ্যে নারী ভোটার ১ লাখ ১৪ হাজার ৪৮৮ জন।  পুরুষ ভোটার ১ লাখ ১৮ হাজার ১৪২ জন।
সোমবার (২৫ এপ্রিল) নির্বাচন কমিশনের বৈঠক শেষে কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করেন ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার।  তফসিল অনুযায়ী, এ নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ১৭ মে।  মনোনয়নপত্র বাছাই ১৯ মে।  প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৬ মে।  প্রতীক বরাদ্দ ২৭ মে। নির্বাচন অনুষ্ঠিত হবে আগামি ১৫ জুন।

ডিসি/এসআইকে/এমএসএ