পেকুয়ায় পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি >>>
কক্সবাজারের পেকুয়ায় পুকুরে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে।  দু’জনই স্থানীয় একটি নূরাণী মাদ্রাসা শিক্ষার্থী।  নিহতরা একই এলাকার প্রবাসী আজম খানের সন্তান মুনতাহা (৬) ও পেকুয়া বাজারের ব্যাবসায়ী করিমদাদ মিয়ার মেয়ে কুলছুমা আকতার (৭)।  সম্পর্কে দু’জনই মামাতো ভাই ও ফুফাতো বোন।  বৃহস্পতিবার (৭ মে) বেলা ১১ টায় উপজেলার রাজাখালী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মাঝির পাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
নিহতদের পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৭ মে) সকালে দুই শিশু মুনতাহা ও কুলছুমা প্রতিদিনের মতো আরবি শিক্ষা নিতে নূরাণী মাদ্রাসায় যায়।  মাদ্রাসা থেকে বাড়ি ফিরে সবার অগোচরে দু’জনই গোসল করতে পুকুরে নামে।  কোনো এক সময় শিশু মুনতাহা পুকুরের পানিতে ডুবে যায়।  তাকে বাঁচাতে কুলছুমাও পানিতে পড়ে যায়।  এ সময় পানিতে ডুবে দু’জনের মর্মান্তিক মৃত্যু হয়।
এদিকে দুই শিশুর মর্মান্তিক মৃত্যুতে নিহতদের পরিবারসহ পুরো এলাকায় চলছে শোকের মাতম।  স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ বাদশা বলেন, পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর বিষয়টি জেনেছি।  এটা খুবই মর্মান্তিক।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল আজম বলেন, স্থানীয় ইউপি সদস্য বিষয়টি আমাকে অবগত করেছেন।  একজন অপরজনকে বাঁচাতে গিয়ে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।  দু’জনই নিকটতম আত্মীয়। আমরা শিশু দু’টির পরিবারের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি। 

ডিসি/এসআইকে/এফআর