দুর্দিনে কক্সবাজারে ছাত্রলীগ নেতা-কর্মীর জন্য প্রশান্ত ভূষণ বড়ুয়ার ঈদ উপহার

ফারুক রিয়াদ, কক্সবাজার প্রতিনিধি >>>
বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে আক্রান্ত বাংলাদেশ।  করোনাভাইরাস মোকাবেলায় সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের পাশাপাশি কাজ করছে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন।  তারই অংশ হিসেবে বাংলাদেশ ছাত্রলীগ এ দুর্যোগের শুরু থেকেই নানামুখী সেবামূলক কর্মকাণ্ড চালিয়ে আসছে।  এই ক্রান্তিকালে দেশের জনগণের সহযোগী হয়ে মাঠে রয়েছেন তারা।  কিন্তু এই সংকটে তারাও আছে বিভিন্ন সমস্যায়।  পবিত্র ঈদ-উল ফিতরের আনন্দটুকু যেন তাদের মুখে অটুট থাকে সেই লক্ষ্যে কক্সবাজারের বিভিন্ন উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ছাত্রলীগের প্রায় ৭০০ নেতা-কর্মীর পরিবার এবং ৭০ জন বিভিন্ন সাবেক নেতৃবৃন্দের মাঝে ঈদের উপহার সামগ্রী প্রদান করেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিতর্ক বিচারক, এক এগারোর দিনগুলোতে দলীয় নেত্রীর মুক্তির জন্য বহির্বিশ্বে “ভয়েস ফর শেখ হাসিনা” শীর্ষক প্রচারণার উদ্যোক্তা অ্যাডভোকেট প্রশান্ত ভূষণ বড়ুয়া।
এছাড়া করোনায় কর্মহীন মানুষের মাঝে তাঁর খাদ্য সামগ্রী সহায়তা কার্যক্রমও অব্যাহত রয়েছে।  তাঁর উদ্যোগে সৃষ্ট বিপন্ন মানুষের জন্য ‘ফুড ব্যাংক’ এর কার্যক্রম ইতোমধ্যে প্রশংসা অর্জন করেছে।
প্রশান্ত ভূষণ বড়ুয়া দৈনিক চট্টগ্রামকে জানান, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে বুকে ধারণ করে, দেশরত্ন শেখ হাসিনার দিকনির্দেশনায় বাংলাদেশ ছাত্রলীগ রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক অঙ্গনে সকল সময় ইতিবাচক ভূমিকা পালন করে আসছে।  আমিও ছাত্রলীগের একজন সাবেক কর্মী।  তাই সংগঠনের নেতা-কর্মীদের পাশে থাকা, সহযোগিতা করা আমার নৈতিক দায়িত্ব।  সংকটময় এ পরিস্থিতিতে আমাদের সকলের ঐক্যবদ্ধ সহযোগিতা দরকার’।
এ বিষয়ে কক্সবাজার জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোর্শেদ হোসাইন তানিম দৈনিক চট্টগ্রামকে জানান, ‘শ্রদ্ধেয় দাদা, প্রশান্ত ভূষণ বড়ুয়া একজন কর্মীবান্ধব পরিচ্ছন্ন রাজনীতিবিদ।  উনার প্রতিটি কর্মকাণ্ড অনেক বেশি অনুকরণীয় ও দৃষ্টান্তমূলক। যেখানে এই সংকটময় সময়ে সিনিয়র নেতৃবৃন্দ নিরব।  সেখানে প্রশান্ত দাদা তাঁর ব্যক্তিগত উদ্যোগে সাধ্যানুযায়ী ছাত্রলীগের কর্মীদের পরিবারের পাশে থেকেছেন।  এই মহতী কর্মোদ্যোগের জন্য ধন্যবাদ জানাই’।  এর মাধ্যমে সকল সিনিয়র নেতৃবৃন্দ তার কর্মীর আবেগকে যথাযথ মূল্যায়ন করতে শিখবেন বলেও জানান তিনি।

ডিসি/এসআইকে/এফআর