উচ্ছেদ আতঙ্কে ভুগছেন মগনামার সাগরপাড়ের তিনশত পরিবার

এম. জুবাইদ, পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি >>>
কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের সাগরপাড়ের ৩০০ পরিবার রাত-দিন উচ্ছেদ আতঙ্কে ভুগছেন।  গত ১০ মার্চ প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে পুনর্বাসনের দাবিতে বিভিন্ন লেখা ফেস্টুন নিয়ে মানববন্ধন করেছেন আতঙ্কগ্রস্ত পরিবারের কয়েক হাজার সদস্য।  আর সাগর পাড়ের এ বাসিন্দাদের মানববন্ধনে যোগ দিয়ে তাদের সাথে একাত্মতা প্রকাশ করেছেন মগনামা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরাফত উল্লাহ চৌধুরী ওয়াসিমও।
জানা গেছে, নির্মিতব্য ওই সড়কের একটি গুরুত্বপূর্ণ অংশ হলো মগনামা ঘাট থেকে বানৌজা শেখ হাসিনা সাব-মেরিন ঘাঁটি পর্যন্ত এক কিলোমিটার বেড়িবাঁধ।  এই বাঁধের পশ্চিম পাশে ‘কুতুবদিয়া চ্যানেল’, পূর্ব পাশে মগনামা সাগরকুল ঘেশা কয়েকশত পরিবারের বসবাস।  সড়ক সম্প্রসারণের নিয়ম অনুযায়ী সড়কের দুইপাশে সম্প্রসারণের কথা থাকলেও এই অংশে এসে একদিকে সম্প্রসারণের উদ্যোগ নেয়া হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের।  তারা জানান, সড়কের একদিকে সম্প্রসারণ করা হলে ওই এলাকায় যুগযুগ ধরে বসতি স্থাপন করে আসা প্রায় ৩ শতাধিক পরিবার উচ্ছেদ হয়ে যাবে।  আর তাই তারা সড়কের পশ্চিমাংশে সম্প্রসারণের দাবি জানিয়ে দীর্ঘ মানববন্ধন করেন।
মানববন্ধনে যোগ দিয়ে স্থানীয় চেয়ারম্যান শরাফত উল্লাহ ওয়াসিম বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়নের স্বার্থে আমরা সবাই ঘর ছাড়তেও রাজী আছি কিন্তু নদীর সাথে প্রতিনিয়ত সংগ্রাম করে আসা লোকগুলোর মাথা গুজার ঠাঁই করে দেয়ার দাবি আমরা জানাতেই পারি।  কেননা প্রধানমন্ত্রী কখনো চান না অসহায় লোকজন উচ্ছেদ হউক।  যার কারণে লক্ষ লক্ষ অসহায় পরিবারকে নিজ খরচে ইতোমধ্যে ঘর তৈরি করে দিয়েছেন তিনি।  ‘কোনো মানুষ ঘরবাড়ি ছাড়া থাকবে না’ প্রধানমন্ত্রীর এ ঘোষণা থাকলেও কিছু সুবিধাবাদী লোক নিজস্ব স্বার্থের জন্য অসহায় মগনামার ৩০০ পরিবারকে উচ্ছেদের পাঁয়তারা চালাচ্ছে।  আমরা এ বিষয়ে প্রধানমন্ত্রী হস্তক্ষেপ কামনা করছি’।
এ বিষয়ে সড়ক বিভাগের কর্মকর্তাদের সাথে যোগাযোগ করা হলে তারা বলছেন, সড়কের পশ্চিমপাশে ইতোমধ্যে পানি উন্নয়ন বোর্ড ইতোমধ্যে কোটি কোটি সরকারি টাকা খরচ করে ব্লক বসিয়ে বেড়িবাঁধের নিরাপত্তা বেষ্টনি তৈরি করেছে।  সড়কের পশ্চিমপাশে সম্প্রসারণ করা হলে সরকারের কোটি কোটি টাকার উন্নয়ন নষ্ট হয়ে যাবে।
জানা যায়, সড়ক ও জনপদ বিভাগের অধীনে প্রায় ৩৬১ কোটি টাকা ব্যয়ে বরইতলী একতাবাজার (নতুন রাস্তার মাথা) হতে মগনামায় নির্মিতব্য বানৌজা শেখ হাসিনা সাব-মেরিন নৌঘাঁটি পর্যন্ত দীর্ঘ ২৩ কিলোমিটার সড়ক সম্প্রসারণের কাজ শুরু হয় কয়েকমাস আগেই।  গত বছরের ২২ নভেম্বর ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ কাজের উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি।
সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, ইতোপূর্বে সাবমেরিন ঘাঁটি থেকে মগনামা লঞ্চঘাট হয়ে একতাবাজার পর্যন্ত সওজের মালিকানাধীন সড়টিতে বেশ কয়েকবার সমীক্ষা চালিয়ে ২য় শ্রেণির এ সড়কটিকে মহাসড়কে রূপান্তরিত করার কাজ শেষ করা হয়।  সর্বশেষ গত বছরের ৫ নভেম্বর একনেকের ১৯তম সভায় তা চূড়ান্ত অনুমোদন দিয়ে প্রায় ৩৬১ কোটি টাকা বরাদ্দ দিয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট সূত্র।
সড়ক বিভাগ সূত্র জানায়, বর্তমানের সড়কটির প্রস্থ রয়েছে ২৪ ফুট। আর তা সম্প্রসারণ করে করা হবে ৩৪ ফুট।  এর বাইরে স্টেশন, বাজার ও বিশেষ বিশেষ স্থানে নালা স্থাপনসহ বিভিন্ন প্রয়োজনে সড়কের দু’পাশে প্রায় ৪০ ফুট পর্যন্ত নেয়া হতে পারে।  তবে অধিগ্রহণ করা এসব জায়গার মধ্যে যাদের নিজস্ব মালিকনাধীন জমি পড়েছে তাদের জমি অধিগ্রহণ বা ক্ষতিপূরণের বিষয়ে স্পষ্ট করে কেউ কিছু বলতে পারছেন না।
এদিকে জমির মালিকদের অভিযোগ- এ পর্যন্ত কেউ কোনো প্রকার ক্ষতিপূরণ পাননি।

ডিসি/এসআইকে/এমজে