আগুনে ক্ষতিগ্রস্ত রোহিঙ্গাদের জন্য ২০ টন তাবু

দৈনিক চট্টগ্রাম ডেস্ক >>>
বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের জন্য ২০ টন তাঁবু নিয়ে এসেছে তুরস্ক বিমানবাহিনীর একটি উড়োজাহাজ।  শনিবার (২৭ মার্চ) দুপুরে উড়োজাহাজটি চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।  বিষয়টি নিশ্চিত করেন বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার ফরহাদ হোসেন খান।
তিনি জানান, বেলা সোয়া দুইটার দিকে ২০ টন তাঁবু নিয়ে শাহ আমানতে অবতরণ করে তুরস্ক বিমানবাহিনীর উড়োজাহাজ সি-১৩০।  রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের জন্য অস্থায়ী ঘরবাড়ি নির্মাণের জন্য এসব তাঁবু পাঠিয়েছে তুরস্ক।  আগামিকাল রবিবার উড়োজাহাজটি নিজ দেশে ফেরার কথা রয়েছে।

ডিসি/এসআইকে/এমএসএ