প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে চার দেশের রাষ্ট্রদূত

কক্সবাজার প্রতিনিধি, দৈনিক চট্টগ্রাম >>>
কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিন দ্বীপে চার দেশের রাষ্ট্রদূতসহ ১২ জনের একটি প্রতিনিধিদল পরিদর্শন করেছেন।
সোমবার বেলা ১১ টার দিকে টেকনাফ স্থলবন্দর থেকে কোস্টগার্ডের স্পিডবোটে (মেটাল সার্ক) সেন্টমার্টিন দ্বীপে পৌঁছলে তাদেরকে অভ্যর্থনা জানানো হয়।
১২ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে ছিলেন ঢাকাস্থ মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলার, ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের প্রধান চার্লস হোয়াইটলি, অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত জেরেমি ব্রু এবং জাপানের রাষ্ট্রদূত ইতো নোয়াকি। এ সময় তারা সেন্টমার্টন দ্বীপে অবস্থিত হুমায়ুন আহমদের রিসোর্ট সমুদ্র বিলাস পরিদর্শন করেন এবং রিসোর্ট কোরাল ভিউতে জলবায়ু পরিবর্তন নিয়ে বৈঠক করেন।
জানা যায়, প্রতিনিধি দলটি সেন্টমার্টিন পরিদর্শন শেষে বিকেলে সেন্টমার্টিন ত্যাগ করেন। এরপর প্রতিনিধি দলটি বিশ্বের বৃহত্তম রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করে রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন।
সফরকালে প্রতিনিধিদলের সঙ্গে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের সঙ্গে বৈঠক করারও কথা রয়েছে। আগামিকাল মঙ্গলবার বিকেলে প্রতিনিধি দলটি কক্সবাজার ত্যাগ করবেন।

ডিসি/এসআইকে/এফআরইউ