ভাসানচরে পৌঁছালো আরও ১২৮৭ রোহিঙ্গা

দৈনিক চট্টগ্রাম ডেস্ক >>>
নোয়াখালীর হাতিয়া উপজেলার ভাসানচরে পৌঁছেছে আরও ১ হাজার ২৮৭ রোহিঙ্গা।  সোমবার (৩১ জানুয়ারি) দুপুর ১ টার দিকে নৌবাহিনীর জাহাজ ‘বা নৌ জা টুনা’ ও ‘বা নৌ জা সন্ধীপ’ যোগে তারা ভাসানচর পৌঁছে।
ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পের দায়িত্বে থাকা অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (উপ সচিব) মোয়াজ্জেম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।  তিনি বলেন, নতুন আসা রোহিঙ্গাদের জাহাজ থেকে নামানোর পর নৌ বাহিনীর পল্টুন সংলগ্ন হ্যালিপ্যাডে নিয়ে যাওয়া হয়।  পরবর্তীতে সেখান থেকে গাড়ির মাধ্যমে নির্ধারিত ক্লাস্টারে পৌঁছে দেওয়া হয়েছে।  তিনি আরও বলেন, ৮১ জন ভাসানচর থেকে কক্সবাজার বেড়াতে গিয়েছিল তারাও একই জাহাজে ফিরে আসেন।
এ নিয়ে ভাসানচর আশ্রয়ণ কেন্দ্রে এখন রোহিঙ্গা নাগরিকের সংখ্যা দাঁড়ালো ২০ হাজার ৯৪৯ জন।

ডিসি/এসআইকে/এফআরইউ