কক্সবাজারে ২২ প্রার্থী নির্বাচনী মাঠে

কক্সবাজার প্রতিনিধি, দৈনিক চট্টগ্রাম >>>
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজারের চার সংসদীয় আসনে তিনজন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। আজ রবিবার তারা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে থেকে নিজ নিজ মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। ফলে কক্সবাজারে ২২ প্রার্থী নির্বাচনী মাঠের লড়াইয়ে টিকলেন।
জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘তিনজন প্রার্থী প্রত্যাহারের পর জেলার চারটি আসনে মোট ২২ জন বৈধ প্রার্থী রয়েছেন’।
ইসিসূত্রে জানা গেছে, কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে আওয়ামী লীগের কোনো প্রার্থী নেই। জাতীয় পার্টির (জেপি) প্রেসিডিয়াম সদস্য এএইচ সালাহউদ্দিন মাহমুদ ও বাংলাদেশ কল্যাণ পার্টির মহাসচিব আবদুল আওয়াল মামুন প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন। এর আগে এই আসনে ঋণখেলাপির দায়ে একজনের মনোনয়নপত্র বাতিল হয়। ফলে আসনটিতে ভোটের লড়াইয়ে আছেন বাংলাদেশ কল্যাণ পার্টির সভাপতি সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম ও আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত বর্তমান সংসদ সদস্য জাফর আলমসহ ছয়জন।
এ ছাড়া কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনে জাকের পার্টির মোহাম্মদ ইলিয়াস তার প্রার্থিতা প্রত্যাহার করেছেন।

ডিসি/এসআইকে/এফআরইউ