মানিকছড়িতে একমাত্র জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা

মো. জাকির হোসেন, মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি >>>
গত ৩১ মে (রবিবার) প্রকাশিত এসএসসি পরীক্ষার ফলাফলে মানিকছড়ি উপজেলার কৃতকার্য ১ হাজার শিক্ষার্থীকে টপকে জিপিএ-৫ পাওয়া একমাত্র শিক্ষার্থী নাজমীন আক্তারকে সংবর্ধনা দিয়েছে উপজেলার মানবিক সংগঠন ‘স্মার্ট মানিকছড়ি’।
উপজেলার সদ্য আত্মপ্রকাশ করা মানবিক সংগঠন ‘স্মার্ট মানিকছড়ি’র পক্ষ থেকে উপজেলার এই কৃতি শিক্ষার্থী নাজমিন আক্তারের হাতে ক্রেস্ট তুলে দেন সংগঠনের শীর্ষ সংগঠকেরা।  এ সময় সংবর্ধিত শিক্ষার্থীর প্রতিষ্ঠান প্রধান মো. লুৎফর রহমান, অভিভাবক মো. সালাহ উদ্দীন, স্মার্ট মানিকছড়ির অ্যাডমিন মো. শরীফ ও সহযোদ্ধা মো. মোস্তফা আবিরসহ সংগঠনের সহযোগি সংগঠকেরা উপস্থিত ছিলেন।
এ সময় নাজমীন আক্তার তার কৃতিত্বের জন্য শিক্ষক, অভিভাবকের পরিশ্রম আর সহযোগিতার কথা স্মরণ করেন।  ভবিষ্যতে তিনি চিকিৎসক ও ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন দেখছেন বলে অভিমত ব্যক্ত করে সকলের কাছে দোয়া কামনা করেন।

ডিসি/এসআইকে/এমজেএইচ