গাউছিয়া নার্সারীর উদ্যোগে পানছড়িতে বৃক্ষরোপণ কর্মসূচি

আরিফুল ইসলাম মহিন, পানছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি >>>
‘জীবন বাঁচাতে বৃক্ষ, জীবন সাজাতে বৃক্ষ- আসুন বৃক্ষকে জানি ও বৃক্ষকে চিনি’- এই স্লোগানকে সামনে রেখে পানছড়ির গাউছিয়া নার্সারীর উদ্যোগে ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানসমূহে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।  উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সার্বিক তত্ত্বাবধানে আজ মঙ্গলবার (২৩ জুন) দুপুরে উপজেলার উল্টাছড়ি বাইতুস সালাত জামে মসজিদ প্রাঙ্গণে এ কর্মসূচি হয়েছে।
এতে উপস্থিত ছিলেনখাগড়াছড়ি কৃষি গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ মুন্সি আব্দুর রশিদ আহমদ, মসজিদের ইমাম আব্দুল্লাহ আাল মামুন, মোয়াজ্জেম কাজী ইসমাইল বিন ইউছুপ ও গাউছিয়া নার্সারির মালিক আব্দুল হালিম প্রমুখ।
নার্সারি মালিক আব্দুল হালিম দৈনিক চট্টগ্রামকে বলেন, এবাদতের উদ্দেশ্যে ও মানুষ যেনো বৃক্ষরোপণে উদ্বুদ্ধ হয় এ কর্মসূচির মূল লক্ষ্য এটাই ছিলো।  সমাজের প্রত্যেক মানুষ এভাবে এগিয়ে আসা উচিত।

ডিসি/এসআইকে/এআইএম