মানিকছড়ির নন-এমপিও শিক্ষক-কর্মচারীদের মাঝে প্রধানমন্ত্রীর অনুদান

মো. জাকির হোসেন, মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি >>>
বৈশ্বিক মহামারি ‘করোনা’র প্রাদুর্ভাবে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় বেতন-ভাতা বঞ্চিত হয়ে চরম দুর্ভোগে দিনাতিপাত করা পার্বত্য জেলা মানিকছড়ি উপজেলার নন-এমপিও শিক্ষক-কর্মচারীদের মাঝে প্রধানমন্ত্রী ঘোষিত অনুদান প্রদান করা হয়েছে।  মানিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার তামান্না মাহমুদ নন-এমপিও শিক্ষক-কর্মচারীর মাঝে প্রধানমন্ত্রী ঘোষিত এসব অনুদান বিতরণ করেন।
উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলার পাঁচটি নন-এমপিও মাধ্যমিক-কলেজ এর ২৫ জন শিক্ষক ও ৫ জন কর্মচারীর (অফিস সহকারী) হাতে শিক্ষককে ৫ হাজার টাকা এবং কর্মচারীকে ২ হাজার ৫০০ টাকা হারে মোট ১ লক্ষ ৩৭ হাজার ৫০০ টাকার চেক বিতরণ করা হয়।  এছাড়া উপজেলার ৪ জন মাদ্রাসা শিক্ষকের আবেদনের প্রেক্ষিতে বিশেষ অনুদান বাবদ ১০ হাজার টাকা হারে ৪ জনের মাঝে ৪০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।

ডিসি/এসআইকে/এমজেএইচ