বঙ্গমাতা’র ৯০তম জন্মবার্ষিকীতে মানিকছড়িতে সভা ও সেলাই মেশিন বিতরণ

মো. জাকির হোসেন, মানিকছড়ি প্রতিনিধি >>>
বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিব’র ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে পার্বত্যজেলা খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর’র আয়োজনে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।  শনিবার (৮ আগস্ট) বেলা ১১ টায় উপজেলা মহিলা বিষয়ক অফিসের হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) রিফাত আসমা।  এতে অতিথি ছিলেন মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (তদন্ত) মো. আমজাদ হোসেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. কামরুল আলম।  সভায় বক্তারা বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিবের আত্মজীবনী তুলে ধরে বলেন, শেখ ফজিলাতুননেছা মুজিব ছিলেন একজন মহীয়ষী নারী।  তিনি সংসার জীবনের পাশাপাশি রাজনৈতিক অঙ্গনেও বঙ্গবন্ধু’র পাশে থেকে নানাভাবে উৎসাহ-উদ্দীপনাসহ অফিস-আদালতে মামলা-মোকাদ্দমা পরিচালনায় পারদর্শী ছিলেন।  তাঁর অক্লান্ত সহযোগিতায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কাজে-কর্মে ও রাজনৈতিক জীবনে অনুপ্রাণিত হতেন।
সভা শেষে উপজেলা দুইটি মহিলা সমিতি ও চারজন দরিদ্র ও প্রশিক্ষিত নারীর মাঝে ছয়টি সেলাই মেশিন বিতরণ করেন অতিথিবৃন্দ।

ডিসি/এসআইকে/এমজেএইচ