মানিকছড়িতে জাতীয় শোক দিবসে ব্যাপক প্রস্তুতি

মো. জাকির হোসেন, মানিকছড়ি প্রতিনিধি >>>
পার্বত্য জেলা খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল শহীদদের স্মরণে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে উপজেলা আওয়ামী লীগ এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদিন ও সাধারণ সম্পাদক মো. মাঈন উদ্দিন স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়েছে, ১৫ আগস্ট সকাল ৭ টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে জাতীয় শোক দিবসের আনুষ্ঠানিকতা শুরু হবে। ৭টা ২০ মিনিটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সকল শহীদদের স্মরণে পুষ্পমাল্য অর্পণ, ৭টা ৩০ মিনিটে কালো ব্যাজ ধারণ, ৭টা ৪০ মিনিটে খতমে কোরআন ও দোয়া মাহফিল, ৮টা ৪০ মিনিটে তবারক বিতরণ, সকাল ৯ টায় অনুষ্ঠান সমাপ্তি করা হবে।
করোনা মহামারির কারণে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে জাতীয় শোক দিবস পালনের আহ্বান জানান উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক।

ডিসি/এসআইকে/এমজেএইচ