পানছড়িতে পুষ্টি কার্যক্রম জোরদারকরণ বিষয়ক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

পানছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি, দৈনিক চট্টগ্রাম >>>
জেলার পানছড়িতে উপজেলা পর্যায়ে পার্বত্য জেলার প্রেক্ষাপটে পুষ্টি কার্যক্রম জোরদারকরণ বিষয়ক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৮ জুন) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে লিডারশীপ টু এনসিউর এডকুয়েট নিউট্রিশানের সহযোগিতায় পুষ্টি সংশ্লিষ্ট কমিউনিটি প্রতিনিধি, ইউনিয়ন এলএসপি, উপজেলা পুষ্টি সমম্বয় কমিটি, সিভিল কমিউনিটির প্রতিনিধি ও গণমাধ্যম কর্মীদের নিয়ে এই গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মনিতা ত্রিপুরা।
শুরুতেই লিডারশীপ টু এনসিউর অ্যাডকুয়েট নিউট্রিশান (লীন) এর জেলা টেকনিক্যাল কো-অর্ডিনেটর হ্যাপি দেওয়ান লীন প্রকল্পের কার্যক্রম, পার্বত্য খাগড়াছড়ি জেলার পুষ্টি কার্যক্রমের অগ্রগতি, বর্তমান অবস্থা, অগ্রাধিকার সমস্যাসমুহ উপস্থাপন করেন।
এতে বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মৃদুল কান্তি দে, উপজেলা মৎস্য কর্মকর্তা প্রিয় কান্তি চাকমা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মনিকা বড়ুয়া, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুজিৎ মিত্র চাকমা, লিডারশীপ টু এনসিউর অ্যাডকুয়েট নিউট্রিশান (লীন) এর উপজেলা কো-অর্ডিনেটর ডরথি চাকমা, ইউপি চেয়ারম্যান বিজয় চাকমা, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদুজ্জামান অলি, পাড়া কার্বারী বিমল কান্তি চাকমা প্রমুখ।
এছাড়াও উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সদস্যগন, পানছড়ি প্রেস ক্লাবের গণমাধ্যম কর্মী, লিডারশীপ টু এনসিউর অ্যাডকুয়েট নিউট্রিশান (লীন) এর ইউনিয়ন এলএসপিরা উপস্থিত ছিলেন।
এতে অতিথিরা বলেন, উপজেলার তৃণমূল পর্যায়ে পুষ্টির ধারণা পৌঁছাতে উপজেলা পুষ্টি সমম্বয় কমিটি, পুষ্টি সংশ্লিষ্ট কমিউনিটি প্রতিনিধিদের সচেতন থাকতে হবে।  মৎস, প্রাণী সম্পদ ও কৃষি বিভাগের মাধ্যমে সকলকে পুষ্টি ধারণা দিতে হরে।  লীনের ইউনিয়ন এলএসপি’দের প্রশিক্ষণের ব্যবস্থা করে আরোও জনসচেতনতা বাড়ালে পুষ্টিহীনতা থেকে মুক্তি পাবে বলে মন্তব্য করেন আমন্ত্রিত অতিথিরা।

ডিসি/এসআইকে/এআইএম