খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ভুয়া চিকিৎসক আটক, জেল

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে আটক ভুয়া চিকিৎসক সিফাত হাসান (কালো কোট পরিহিত)।

মো. আকতার হোসেন, খাগড়াছড়ি প্রতিনিধি >>>
পার্বত্য খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলা পরিষদের সামনে থেকে এক ভুয়া চিকিৎসককে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। জমিলা ফার্মেসী নামক ওই ফার্মেসীতে দীর্ঘদিন ধরে ডিগ্রীধারী মেডিসিন বিশেষজ্ঞ হিসেবে সাধারণ মানুষের সাথে প্রতারণা করে আসা এই ব্যক্তির নাম মো. সিফাত হাসান শাহীন। শনিবার (১৮ জানুয়ারি) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে আটক করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, শনিবার (১৮ জানুযারি) দুপুরের দিকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশের নেতৃত্বে মাটিরাঙ্গা উপজেলা পরিষদের সামনে অভিযান পরিচালনা করা হয়। এসময় জমিলা ফার্মেসী নামক ওই ফার্মেসীতে মেডিসিন বিশেষজ্ঞ হিসেবে চিকিৎসক হিসেবে স্থানীয় রোগীদের সেবা (প্রতারণা) দিচ্ছিলেন তিনি। অভিজ্ঞতা হিসেবে এমবিবিএস (ঢাকা), ২৮তম বিসিএস, এফসিপিএস (মেডিসিন) সিসিডি (বারডেম) ইত্যাদি তার ভিজিটিং কার্ড ও প্যাডে উল্লেখ করা ছিল। এসময় ভ্রাম্যমাণ আদালত সেখানে অভিযান চালায়। ভুয়া চিকিৎসক হিসেবে অভিযুক্ত মো. সিফাত হাসান শাহীনকে তার চিকিৎসা পেশার প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে বললে তিনি তা দেখাতে ব্যর্থ হন। পরে কোনো বৈধ কাগজপত্র না থাকায় অভিযুক্ত মো. সিফাত হাসান শাহীনকে এক বছরের জেল দেওয়া হয়। সিফাত হাসান শাহীন ঢাকার কদমতলী দনিয়া এলাকার মো. জজ মিয়ার ছেলে।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ দৈনিক চট্টগ্রামকে জানান, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মো. সিফাত হাসান শাহীন নামে এক ব্যক্তি মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসার কোনো বৈধ সনদ দেখাতে পারেননি। তিনি ভুয়া কিচিৎসক- সেটা তিনি স্বীকার করেছেন। তাই তাকে বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন (২০১০)২৯ ধারায় এক বছরের জেল দেয়া হয়। 

ডিসি/এসআইকে/এমএএইচ