রামগড়ে মাটি চাপায় হতাহত ২

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি >>>
পাবর্ত্য খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলায় অবৈধভাবে পাহাড় কাটার সময় মাটি চাপা পড়ে ১ শ্রমিক নিহত হয়েছেন। এই ঘটনায় অপর ১ শ্রমিক আহত হয়েছেন। নিহতের নাম খগেন্দ্র ত্রিপুরা (৩২)। তিনি মাটিরাঙ্গা উপজেলার টেকপাড়া এলাকার ক্ষেত্র কুমারের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, রামগড় উপজেলার খাগড়াবিলের লালছড়ি এলাকায় গতকাল শুক্রবার স্কেভেটার দিয়ে উঁচু পাহাড়টি কাটার সময় নিচে মাটি সরানোর কাজে নিয়োজিত ছিল ৪ শ্রমিক। দুপুর সাড়ে ১২ টার সময় পাহাড়টি ধসে পড়লে ২ শ্রমিক চাপা পড়েন। এতে হেতেন্দ্র ত্রিপুরা নামে এক শ্রমিককে অপর ২ শ্রমিক উদ্ধার করে রামগড় হাসপাতালে নিতে পারলেও মাটি চাপা পড়ে থাকে খগেন্দ্র ত্রিপুরা। ঘটনার পরপর ৯৯৯ নাম্বার থেকে কল পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস যৌথ তৎপরতায় ৪ ঘন্টা পর লাশটি উদ্ধার করতে সক্ষম হয়।
নিহতের ভাগিনা কুজেন ত্রিপুরা জানান, জীবিকার তাড়ণায় মাটিরাঙ্গা থেকে রামগড়ে গিয়ে এমন ঝুঁকিপূর্ণ কাজ করে যাচ্ছেন। বিনিময়ে তার মামাকে লাশ হয়ে ফিরতে হলো।
রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামসুজ্জামান জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। লাশটি উদ্ধার করে মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ঘটনাস্থল থেকে পাহাড়ের মালিক ও স্কেভেটরের চালক পালিয়েছেন।

ডিসি/এসআইকে/এনইউসিইউ