কাদের মির্জার আহ্বানে কোম্পানীগঞ্জে হরতাল পালিত

দৈনিক চট্টগ্রাম ডেস্ক >>>
বসুরহাট পৌর মেয়র আবদুল কাদের মির্জার আহ্বানে কোম্পানীগঞ্জে আধাবেলা হরতাল পালিত হয়েছে।  বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) ভোর ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত আধাবেলার হরতালে পৌর এলাকা কার্যত অচল হয়ে পড়ে।
জেলা প্রশাসক, পুলিশ সুপার, কোম্পানীগঞ্জ থানার ওসির প্রত্যাহার, কোম্পানীগঞ্জের চরকাঁকড়া ইউনিয়নের আওয়ামী লীগ নেতা ফখরুল ইসলাম সবুজ এবং কোম্পানীগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান বাদলসহ কয়েকজনকে গ্রেফতার এবং নোয়াখালীর অপরাজনীতি বন্ধের দাবিতে এ হরতাল কর্মসূচির আহ্বান করেন মেয়র আবদুল কাদের মির্জা।
হরতাল কর্মসূচির পর কাদের মির্জা সাংবাদিকদের জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত তিনি প্রতিবাদ কর্মসূচি অব্যাহত রাখবেন।
তিনি বলেন, শুক্রবার সকাল ১০টা থেকে দুই ঘণ্টার জন্য থানাও ঘেরাও, শনিবার সকাল ১০টা থেকে ৫টা পর্যন্ত থানা ঘেরাওসহ লাগাতার কর্মসূচি পালিত হবে।
এদিকে হরতালের কারণে উপজেলামুখী সব ধরনের যান চলাচল বন্ধ ছিল।  বিভিন্ন সড়কে গাছের গুড়ি ফেলে যান চলাজলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়।
ভোর সাড়ে ৬টার দিকে কাদের মির্জার নেতৃত্বে হরতালের সমর্থনে বসুরহাট বাজারে ঝটিকা মিছিলও হয়।

ডিসি/এসআইকে/এমএস