হাতিয়া-ভাসানচর রুটে সি-ট্রাক চলাচল শুরু

নোয়াখালী প্রতিনিধি, দৈনিক চট্টগ্রাম >>>
নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার ভাসানচরে গেছে রোহিঙ্গাদের প্রথম দল।  গত ৪ ডিসেম্বর রোহিঙ্গাদের আগমনের পরপরই উপজেলা প্রশাসনের উদ্যোগে সেখানে স্বাস্থ্য শিক্ষাসহ যাবতীয় কার্যক্রম চলমান রাখার ব্যবস্থা নেয়া হয়।
এরই পরিপ্রেক্ষিতে রোহিঙ্গাদের নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি ও বিবিধ কার্যক্রম সহজ করতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) হাতিয়া-ভাসানচর রুটে যাত্রীবাহী সি-ট্রাক চালুর সিদ্ধান্ত নেয়।
সিদ্ধান্ত অনুযায়ী গত শনিবার (১২ ডিসেম্বর) সকালে বয়ারচর চেয়ারম্যান ঘাট থেকে যাত্রীবাহী সি-ট্রাক (এসটি খিজির-৫) কিছু যাত্রী নিয়ে ভাসানচর পৌঁছে।  সি-ট্রাকটি ভাসানচরে পৌঁছালে নৌবাহিনীর কর্মকর্তারা সবাইকে স্বাগত জানান।
সরকারি সিদ্ধান্ত মোতাবেক চেয়ারম্যান ঘাট থেকে ভাসানচর পর্যন্ত একজন যাত্রীকে গুনতে হবে ৩৭০ টাকা।
হাতিয়া ইউএনও ইমরান হোসেন জানান, প্রতি শনি ও মঙ্গলবার সপ্তাহে দুইদিন এই রুটে সি-ট্রাক চলাচল করবে।  প্রথম ধাপে আনুষ্ঠানিকভাবে ৪ ডিসেম্বর কুতুপালং থেকে ১ হাজার ৬৪২ জন রোহিঙ্গার একটি দল ভাসানচরে এসেছে।  এরমধ্যে শিশু ৮১০ জন, পুরুষ ৩৬৮ জন, নারী ৪৬৪ জন রয়েছেন।  সরকার ভাসানচরে অবস্থান করা এসব রোহিঙ্গাদের বাসস্থান, খাদ্য ও চিকিৎসা সেবা নিশ্চিত করেছে।

ডিসি/এসআইকে/এমএসএ