সুবর্ণচর উপজেলা প্রশাসনের উদ্যোগ: পরিত্যাক্ত আবর্জনার স্তুপ পরিণত হচ্ছে উন্নত লেকে

লেক সংস্কার ও পরিস্কার-পরিচ্ছনতা শেষে ইউএনওসহ স্থানীয়রা।

মোহাম্মদ দেলোয়ার হোসেন, নোয়াখালী জেলা প্রতিনিধি >>>
নোয়াখালী সুবর্ণচর উপজেলার চরবাটা ইউনিয়নের খাসের হাট বাজার সংলগ্ন সৈকত সরকারি কলেজ এবং চরবাটা খাসের হাট উচ্চ বিদ্যালয়ের মাঝখানে দীর্ঘদিন ধরে পরিত্যাক্ত ও আবর্জনার স্তুপে পরিণত লেকটিকে সংস্কার করে ‘সুবর্ণ সরোবর’ নামে গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী অফিসার এএসএম ইবনুল হাসান (ইভেন) এই উদ্যোগ নেয়ায় স্থানীয়দের মাঝেও লক্ষ্য করা গেছে উৎসাহ।

পরিচ্ছন্নতা অভিযানে ইউএনও।

বুধবার (১৫ জানুয়ারি)বিকেল থেকে লেকটির আবর্জনা অপসারণ ও সংস্কারের কাজের উদ্বোধনও করেন তিনি। এজন্য শ্রমিক এবং খনন করার মেশিন দিয়ে শুরু হয়েছে পূরোদমের কাজ। স্থানীয় পথচারীরা জানান, লেকটির পরিবেশ এমন ছিল না। বাজারের ব্যবসায়িদের অসচেতনতা এবং বাজারের ড্রেনের সংযোগ দেয়া হয়েছিল এই লেকের সাথে। ফলে ধীরে ধীরে এটি আবর্জনার ভাগাড়ে পরিণত হয়। এই লেকের পাশে উপজেলার কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। তাই জনসাধারণ ও ছাত্র-ছাত্রীদের জন্য এই লেকটির পরিবেশ সুন্দর করার উদ্যোগ সত্যিই প্রসংশনীয়।

ইউএনও এএসএম ইবনুল হাসান (ইভেন)

স্থানীয়রা জানান, সাবেক ইউএনও আবু ওয়াদুদ এটি সংস্কারের পদক্ষেপ নিয়েছিলেন। কিন্তু তাঁর পদোন্নতি হওয়ায় এই উদ্যোগ আর এগোয়নি। এছাড়াও বাজার কমিটি এখানে ময়লা-আবর্জনা না ফেলার জন্য সাইনবোর্ডে সতর্কবার্তা দিয়েছে। এরপরেও এটি বন্ধ হয়নি। তবে এবার কাজ শুরু হওয়ায় এটি সাধারণ মানুষের প্রিয় একটি জায়গায় পরিণত হবে বলে আমাদের বিশ্বাস।
সৈকত সরকারি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মোনায়েম দৈনিক চট্টগ্রামকে জানান, সুবর্ণচরে ৪র্থ উপজেলা স্কাউট সমাবেশ উপলক্ষে গত ১৩ জানুয়ারি পরিদর্শনে আসেন এখানকার উপজেলা নির্বাহী অফিসার। তখন তাঁর দৃষ্টিগোচরে আসে এই লেকটি। পরে তিনি জনস্বার্থে এই লেকটিকে সংস্কারের জন্য দ্রুত ব্যবস্থাগ্রহণ করেন।

ডিসি/এসআইকে/ডিআইএইচ