বাঘাইছড়িতে গরুর মধ্যে এলএসডি রোগের প্রাদুর্ভাব, আতঙ্কে খামারিরা

বাঘাইছড়ি প্রতিনিধি >>>
চলমান করোনা মহামারির মধ্যেই এবার পার্বত্য রাঙামাটি জেলার বাঘাইছড়িতে গরুর মধ্যে লাম্ফি স্কিন ডিজিজ (এলএসডি) নামের ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিয়েছে।  বাঘাইছড়ি উপজেলার ৮টি ইউনিয়ন ও পৌরসভার মধ্যে এ রোগ দেখা দিয়েছে।  আক্রান্ত হয়েছে প্রায় ৭৫ শতাংশ গরু।  ভয়ংকর এই ভাইরাসবাহী চর্ম রোগ নিয়ে চিন্তায় পড়েছেন গরু খামারি ও চাষীরা।  এ রোগ দেখা দিলে বেশীর ভাগ গরুই মারা যায়।  এতে ক্ষতিগ্রস্ত হন গরুর খামারি ও চাষীরা।  এ পর্যন্ত অনেক গরুর মৃত্যুরও খবর পাওয়া গেছে।
গরু খামারি মো. এনামুল বাসির বলেন, হঠাৎ করে এমন রোগের প্রাদুর্ভাব দেখা দেয়ায় দুশ্চিন্তায় আছি।  ইতোমধ্যে আমার কয়েকটি গরু-বাছুর আক্রান্ত হয়েছে।  আসন্ন কোরবানীর ঈদে কোনো গরু বাজারে নিতে পারবো কি না বুঝতে পারছি না।  অনেক বড় ক্ষতি হয়ে গেলো।  অন্যান্য খামারিরাও অর্থনৈতিকভাবে ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছেন, সাথে দুশ্চিন্তা ভর করেছে।  তিনি অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে বাঘাইছড়িতে প্রাণি সম্পদ সার্জন নেই।  এ কারণে গরুর খামারিরা সঠিক দিকনির্দেশনা থেকে বঞ্চিত।  যাও একজন উপসহকারী প্রাণি সম্পদ কর্মকর্তা আছেন তাকেও পাওয়া যায়না সময় মতো।  শুধু চিকিৎসার অভাবেই অনেক গরু মারা পড়ছে এবং আক্রান্ত হচ্ছে।
বাঘাইছড়ি উপজেলা প্রাণি সম্পদ কার্যালয়ের উপ-সহকারী প্রাণি সম্পদ কর্মকর্তা (সম্প্রসারণ) প্রণয় খীসা বলেন, লাম্ফি স্কিন ডিজিজ (এলএসডি) একটি ভাইরাসজনিত চর্মরোগ।  এই রোগ বাংলাদেশে খুব কম দেখা যায়।  এটি সাধারণত আফ্রিকায় দেখা যায়।  তবে এ রোগের প্রতিষেধক আবিষ্কার হয়েছে।  এদেশে এই টিকা কম পাওয়া যায়।  মূলতঃ এই রোগটি হয়ে থাকে মশা ও মাছি থেকে।  যতটুকু সম্ভব আক্রান্ত গরুগুলোকে চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছি।  রোগটির ব্যাপারে খামারিদের সচেতন হওয়ার জন্য আমরা পরামর্শ দিচ্ছি।

ডিসি/এসআইকে/এমআরএ