রাঙামাটির প্রায় ৮১ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

মাহফুজ আলম, কাপ্তাই থেকে >>>
আগামি ২৬ সেপ্টেম্বর পার্বত্যজেলা রাঙামাটির ১০ উপজেলার প্রায় ৮১ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল।  এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী শিশুর লক্ষ্যমাত্রা ৮ হাজার ৯১৮ জন এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুর লক্ষ্যমাত্রা ৭২ হাজার ৬৩ জন।
রবিবার (২০ সেপ্টেম্বর) বিকালে স্বাস্থ্য বিভাগের আয়োজনে রাঙামাটি জেলা সিভিল সার্জন কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এই তথ্য জানানো হয়।
এসময় আরও জানানো হয়, ৬ থেকে ১১ মাস বয়সী শিশুকে ১টি করে নীল রঙের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুকে ১টি করে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে।  ৬ মাসের কম বয়সী শিশু, ৫ বছরের বেশি বয়সী শিশু, ৪ মাসের মধ্যে ভিটামিন ‘এ’ ক্যাপসুল প্রাপ্ত শিশু এবং অসুস্থ শিশুকে ক্যাম্পেইনের দিনে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো যাবে না।  এছাড়াও শিশুর বয়স ৬ মাস পূর্ণ হলে মায়ের দুধের পাশাপাশি পরিমাণ মত ঘরে তৈরি সুষম খাবার খাওয়াতে হবে।
সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. বিপাশ খীসা, রাঙামাটি সিভিল সার্জন দপ্তরের মেডিকেল অফিসার মোস্তফা কামালসহ গণমাধ্যমকর্মীবৃন্দ।

ডিসি/এসআইকে/এমএ