কাপ্তাইয়ে ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন সাংসদ দীপংকর

মাহফুজ আলম, কাপ্তাই প্রতিনিধি >>>
খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রাঙামাটি পার্বত্য জেলার সংসদ সদস্য দীপংকর তালুকদার ৫ কোটি ২ লক্ষ ৭৫ হাজার টাকার উন্নয়ন প্রকল্প উদ্বোধন করেছেন।  শনিবার (১৭ অক্টোবর) রাঙামাটি পার্বত্যজেলার কাপ্তাই উপজেলার ৪ ম্বের কাপ্তাই ইউনিয়নে ৫ কোটি ২ লাখ ৭৫ হাজার টাকার এসব উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন, বঙ্গবন্ধু কর্ণার উদ্বোধন, বঙ্গবন্ধু সড়ক বাতির উদ্বোধন করেন।  এসময় তিনি ব্যাংছড়ি জয় মঙ্গল বৌদ্ধ বিহার পরির্দশন করেন।  এছাড়াও কাপ্তাই উচ্চ বিদ্যালয়ে কাপ্তাই ইউনিয়নের ২ নম্বর বিট পুলিশের আয়োজনে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন।
এমপি দীপংকর তালুকদার শনিবার সকাল সোয়া ১০ টায় প্রথমে কাপ্তাই উচ্চ বিদ্যালয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে নির্মিতব্য ১ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে ৩ তলাবিশিষ্ট একাডেমি ভবনের নির্মাণ কাজের উদ্বোধন করেন।  এরপর তিনি কাপ্তাই উচ্চ বিদ্যালয়ে বঙ্গবন্ধু কর্ণার উদ্বোধন করেন।
মুজিব বর্ষ উপলক্ষে কাপ্তাই ইউনিয়ন পরিষদের অর্থায়নে ১ লাখ টাকা ব্যয়ে লগগেইট বঙ্গবন্ধু সড়ক বাতির উদ্বোধন, কাপ্তাই ব্যাংছড়ি এলজিইডি’র অর্থায়নে ২.৫০ কোটি টাকা ব্যয়ে ৫৭ মিটার গার্ডার ব্রিজ নির্মাণ কাজের উদ্বোধন, রাঙামাটি জেলা পরিষদের অর্থায়নে ৭৫ হাজার টাকা ব্যয়ে ব্যাংছড়ি মারমা পাড়া চিতা খোলা ও শ্মশান মঙ্গল ঘরের উদ্বোধন এবং এলজিইডি এর অর্থায়নে ১ কোটি টাকা ব্যয়ে ব্যাংছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের নির্মাণ কাজের উদ্বোধন করেন সংসদ সদস্য দীপঙ্কর তালুকদার।
এসময় রাঙামাটি জেলা পরিষদ সদস্য প্রকৌশলী থোয়াইচিং মং মারমা, কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মফিজুল হক, উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান, এলজিইডি রাঙামাটির নির্বাহী প্রকৌশলী আবু তালেব চৌধুরী, কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি অংসুইছাইন চৌধুরী, সাধারণ সম্পাদক ইব্রাহীম খলীল, কাপ্তাই থানার ওসি নাসির উদ্দীন, ৪ নম্বর কাপ্তাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী আবদুল লতিফ, কাপ্তাই উপজেলা প্রকৌশলী মনিরুল ইসলাম চৌধুরী, কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজ্জামেল হোসেন এবং আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ডিসি/এসআইকে/এমএ