কাপ্তাইয়ের পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও

মাহফুজ আলম, কাপ্তাই প্রতিনিধি >>>
পার্বত্যজেলা রাঙামাটির্ কাপ্তাইয়ে শান্তিপূর্ণভাবে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান উৎসব শারদীয় দুর্গাপূজার মহানবমীর দিনে রবিবার (২৫ অক্টোবর) পূজামণ্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনতাসির জাহান।  উপজেলার রাইখালীর নারায়ণগিরি, লকগেইট, কেপিএম, ব্রিকফিল্ড এলাকাসহ ৬টি পূজামণ্ডপ ঘুরে দেখেন তিনি।  এর আগে গত ২২ অক্টোবর মহাষষ্ঠী, ২৩ অক্টোবর মহাসপ্তমী ও ২৪ অক্টোবর মহাঅষ্টমী সম্পন্ন হয়।
৬টি পুজামণ্ডপ ছাড়াও কাপ্তাই প্রজেক্ট এলাকার ব্রিকফিল্ড মাতৃ মন্দির পরিদর্শন শেষে ইউএনও বলেন, কাপ্তাই উপজেলায় সকলের মাঝে যে সম্প্রীতি রয়েছে তা যেন অটুট থাকে।  সে জন্য সকলকেই আন্তরিকভাবে কাজ করার আহবান জানান তিনি।  পাশাপাশি সবাই যেন স্বাস্থ্য বিধি মেনে চলে সে বিষয়ে দৃষ্টি রাখার আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ, কাপ্তাই-কাপ্তাই-উপজেলা আ’লীগ, বিউবো শ্রমিক লীগ, সিবিএ, ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

ডিসি/এসআইকে/এমএ