কাপ্তাইয়ে বিজয় দিবস উদযাপিত

মাহফুজ আলম, কাপ্তাই প্রতিনিধি >>>
শ্রদ্ধা-ভালোবাসা ও উৎসাহ-উদ্দীপনর মধ্যে দিয়ে বিজয় দিবস উদযাপন করেছেন কাপ্তাই উপজেলার সর্বস্তরের মানুষ।  গতকাল বুধবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে বিজয় দিবসের সূচনা হয়।  ৪৯তম এই বিজয় দিবসে পুরো কাপ্তাই জুড়ে উৎসবমূখর পরিবেশ দেখার মতো ছিল।
বুধবার সকাল ৮ টায় উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মফিজুল হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাদত হোসেন, কাপ্তাই থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দীন, আ’ লীগ সভাপতি অংসুই ছাইন চৌধুরী, সাধারণ সম্পাদক ইব্রাহীম খলিল, আনোয়ারুল চৌধুরী বেবি, আব্দুল লতিফ, অমল দে, তানভীর আহমদ, আক্তার হোসেন মিলন, আনোয়ার হোসেন বাচ্চু, আব্দুল ওহাব, মোশাররফ হোসেন, নুর উদ্দিন সুমন, এ আর লিমনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সরকারদলীয় সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

ডিসি/এসআইকে/এমজে