রাঙামাটিতে গণতন্ত্র হত্যা দিবস পালন করলো বিএনপি

মাহফুজ আলম, কাপ্তাই প্রতিনিধি >>>
২০১৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচন বাতিল করে পুনরায় নির্বাচন দেয়াসহ জনগণের ভোটাধিকার পুনরুদ্ধার এবং গণতন্ত্র হত্যা দিবস পালন করেছে রাঙামাটি জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহ। ৩০ ডিসেম্বর প্রহসনের নির্বাচন আর ২৯ ডিসেম্বর রাতভর ভোট চুরির প্রতিবাদ জানিয়ে শহরে বিক্ষোভ মিছিল করে দলটির নেতা-কর্মীরা।
বুধবার (৩০ ডিসেম্বর) দুপুরে বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক যুগ্ম জেলা জজ অ্যাড. দীপেন দেওয়ানের নেতৃত্বে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলটি জেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নিউ মার্কেট চত্বরে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো, রফিক উদ্দীন আহমেদ, যুগ্ম সম্পাদক দিলদার হোসেন, জেলা শ্রমিক দলের সভাপতি মমতাজ উদ্দিন, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক জসিম উদ্দিন, মহিলা দলের নেত্রী নুর জাহান পারুল প্রমুখ।
সমাবেশে বক্তারা সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে এনে অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে তৃণমূল পর্যায়ে জনগণের ভোটাধিকারের ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন।
কর্মসূচিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির গ্রাম সরকার বিষয়ক সম্পাদক আমির হোসেন সাবের, নানিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি মো. নুরুজ্জামান, জেলা শ্রমিকদলের সভাপতি মমতাজ মিয়া, জেলা বিএনপির সদস্য মো. বাচ্চু মিয়া, শ্রমিকদল নেতা আব্দুল শুক্কুর, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক মো. কামাল হোসেন, সহ-সাধারণ সম্পাদক মোসতাক আহমেদ টিপু, সাবেক ছাত্রনেতা শামীম হোসেন, আরিফ হোসেন, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দীন, জেলা স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মো. শাহিন, রাঙামাটি সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক আল আমিন অপু, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাহুল চাকমা, জেলা মহিলা দলনেত্রী নুর জাহান বেগম পারুল সালেহা বেগম প্রমুখ।
জেলা বিএনপির সদস্য বাচ্চু মিয়ার সঞ্চালনায় সমাবেশের সভাপতিত্ব করেন রাঙামাটি জেলা বিএনপি’র সহ-সভাপতি সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো।

ডিসি/এসআইকে/এমএ