পরিবেশ রক্ষা-পাহাড়ে উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা সংক্রান্ত যৌথ সভা

মাহফুজ আলম, কাপ্তাই প্রতিনিধি >>>
পরিবেশের বিনষ্ট কিংবা ক্ষতি সাধন না করে পার্বত্য চট্টগ্রামে উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনার জন্য এক যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২২ আগস্ট) সকালে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে পরিবেশ অধিদপ্তর ও মন্ত্রণালয়ের প্রতিনিধির সঙ্গে পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ের এই যৌথ সভা অনুষ্ঠিত হয়।
পার্বত্য সচিব মোসাম্মাৎ হামিদা বেগমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
পাবর্ত চট্টগ্রাম মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা নাছির উদ্দিন জানান, এটি একটি আন্ত:মন্ত্রণালয় সভা। এটা যেহেতু পার্বত্য এলাকা। এখানে উন্নয়ন কর্মকাণ্ড চালাতে পরিবেশের বিভিন্ন বিষয় বিবেচনা করতে হয়। যাতে প্রচলিত পরিবেশ আইন মেনে পাহাড়ে উন্নয়ন কর্মকাণ্ডে কিভাবে চালানো যাবে সে ব্যাপারে বিশদ আলোচনা হয়েছে।
সভায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরীসহ সংশ্লিষ্ট অধিদপ্তর ও মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ডিসি/এসআইকে/এমএসএ