রাঙামাটিতে বর্ণাঢ্য ত্রিপিটক শোভাযাত্রা

রাঙামাটি প্রতিনিধি, দৈনিক চট্টগ্রাম >>>
রাঙামাটিতে বর্ণাঢ্য ত্রিপিটক শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ জানুয়ারি) দুপুরে শোভাযাত্রাটি রাজবন বিহার থেকে শুরু হয়ে শহরের রাজবাড়ি, পাবলিক হেলথ, হ্যাপির মোড়, বনরুপা, কাঁঠালতলী, পৌরসভা, পুরাতন বাসস্ট্যান্ড, তবলছড়ি, আসামবস্তি, ভেদভেদি, কলেজ গেইট হয়ে পুনরায় রাজবন বিহারে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রায় উপস্থিতি পুর্ণার্থীরা ‘বুদ্ধ কি জয়, ধর্ম কি জয়’ ধ্বনিতে মুখর করে তোলেন। এছাড়া ত্রিপিটক শোভাযাত্রার সময় রাস্তার দুই পাড়ে দাঁড়িয়ে পূর্ণার্থীরা ফুল ছিটিয়ে শুভেচ্ছা জানান।
রাজবন বিহার উপাসক-উপাসিকা পরিষদের সাধারণ সম্পাদক অমিয় খিসা বলেন, করোনার জন্য গত তিন বছর এ ত্রিপিটক শোভাযাত্রা করতে পারিনি। দীর্ঘ বছর পরে আমরা আনন্দ-উল্লাসের মধ্য দিয়ে পবিত্র কর্মসূচি পালন করেছি।
তিনি আরও বলেন, এ বছর অনেক মানুষের সমাগম হয়েছে এ শোভাযাত্রায়। আমরা মূলত এটি করি গৌতম বুদ্ধের বাণী সারা বিশ্বে পৌঁছে দিতে এবং সকল প্রাণীর শান্তি কামনায়।

ডিসি/এসআইকে/এমএ