কাপ্তাইয়ে যথাযোগ্য মর্যাদায় অমর একুশে উদযাপিত

মাহফুজ আলম, কাপ্তাই থেকে >>>
কাপ্তাই উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে যথাযোগ্য মর্যাদায় ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হয়েছে। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে বীর ভাষা সৈনিকদের শ্রদ্ধা জানান উপজেলার সর্বস্তরের জনসাধারণ। উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন ছাড়াও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দও শহীদবেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
দিনব্যাপি বিভিন্ন অনুষ্ঠানমালা শেষে কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার আশ্রাফ আহমেদ রাসেল তার বক্তব্যে বলেন, সর্বস্তরে বাংলা ভাষা প্রচলনে প্রয়োজন স্বদিচ্ছা ও আন্তরিকতা, একুশের স্বীকৃতি অনন্য অর্জন, এটিকে সর্বস্তরে তুলে ধরতে সকলের আন্তরিক সহযোগিতা প্রয়োজন।
একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এই রাষ্ট্র ভাষা বাংলার জন্য ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারির এই দিনে বাঙালির রক্তে রঞ্জিত হয়েছিল রাজপথ, যার ধারাবাহিকতায় অর্জিত হয় স্বাধীনতা, বাঙালির এই আত্মত্যাগের দিনটি এখন রাষ্ট্রীয় সীমানার গণ্ডি ছাড়িয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে সারা বিশ্বে পালিত হয়ে আসছে।
ভাষা সৈনিকদের সম্মান জানাতে কাপ্তাই উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে মুক্তিযোদ্ধা কমান্ড, সরকারি বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, পুলিশ, আনসার ব্যাটালিয়ন, ফায়ার সার্ভিস, আ’লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ দলীয় বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, কাপ্তাই উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আবুল কালাম আজাদ ও সম্পাদক সাংবাদিক মাহফুজ আলমসহ বিভিন্নস্তরের মানুষ শহীদ মিনার প্রাঙ্গণে একত্রিত হয়ে বাঙালির বর্ণমালার একুশের কালজয়ী ইতিহাসকে স্মরণ করেন।

ডিসি/এসআইকে/এমএ