জাতীয় বীমা দিবস পালন কাপ্তাই উপজেলা প্রশাসনের

মাহফুজ আলম, কাপ্তাই প্রতিনিধি >>>
কাপ্তাই উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত প্রথম জাতীয় বীমা দিবস জাঁকজমকপূর্ণভাবে পালিত হয়েছে। এই উপলক্ষে রবিবার (১ মার্চ) বেলা সাড়ে ১০ টার সময় উপজেলা মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার আশ্রাফ আহমেদ রাসেলের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মফিজুল হক।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাচন অফিসার সালমা নাজনীন সায়মা, উপজেলা আ’লীগের সভাপতি অংসুই ছাইন চৌধুরী, পরিসংখ্যান কর্মকর্তাসহ বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন প্রতিনিধিবৃন্দ।
জাতীয় বীমা দিবসের এই অনুষ্ঠানে বক্তারা বলেন, বীমা দিবসের শপথ করি উন্নত দেশ গড়ি- এ প্রতিপাদ্য নিয়ে কাপ্তাইয়ে পালিত হচ্ছে জাতীয় বীমা দিবস। সাধারণ মানুষকে বীমায় আগ্রহী করার লক্ষ্যে উৎসাহিত করতে হবে, দুঃসময়ে বীমার টাকা যে মানুষের সহায়ক শক্তি- তা জনসাধারণকে বুঝাতে হবে বীমা কোম্পানিগুলোলোকে। বক্তারা বলেন, গ্রাহক যাতে ঠিক মতো বীমার টাকা যথাসময়ে পান সেই ব্যাপারে খেয়াল রাখতে সংশ্লিষ্ট বীমা কোম্পানিগুলোকে। গ্রাহকদের আগ্রহ বাড়ানোর লক্ষ্যে এবং বীমার সেবা নিশ্চিতকরণে সকলকে আরো সচেতনতার সাথে সঠিক দায়িত্ব পালন করতে হবে।

ডিসি/এসআইকে/এমএ