আল্লামা শাহ আহমদ শফীর মৃত্যুতে ভূমিমন্ত্রীর শোক

ঢাকা অফিস প্রধান, দৈনিক চট্টগ্রাম >>>
দেশের কওমি মাদ্রাসাসমূহের শীর্ষ সংগঠন আল হাইয়াতুল উলাইয়ালিল জামিয়াতিল কওমিয়া, বেফাকুল মাদারিস বাংলাদেশ, চট্টগ্রামের হাটহাজারীর দারুল উলুম মুঈনুল ইসলাম মাদ্রাসার সদ্যবিদায়ী মহাপরিচালক (মুহতামিম) ও হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ আহমদ শফীর মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন ভূমিমন্ত্রী ও চট্টগ্রামের আনোয়ারা সংসদীয় আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান চৌধুরী জাবেদ।
শোক বার্তায় ভূমিমন্ত্রী প্রয়াত আল্লামা শফীকে বাংলাদেশের শীর্ষস্থানীয় আলেমে-দ্বীন হিসেবে উল্লেখ করে বলেন, তিনি ইসলামী শিক্ষার প্রচার ও প্রসারে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন।  পাশাপাশি কওমি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার আধুনিকায়নেও ভূমিকা রেখেছেন।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১০৪ বছর বয়সে মৃত্যুবরণ করা আল্লামা শাহ আহমদ শফীর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন ভূমিমন্ত্রী।  একই সাথে শোকসন্তপ্ত পরিবার ও গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জানান।

ডিসি/এসআইকে/এমএসএ