শনিবার দক্ষিণ জেলা আ’লীগের তৃণমূল প্রতিনিধি সভা, থাকতে পারবে না বিদ্রোহী ও তাদের সমর্থকেরা

দক্ষিণ চট্টগ্রাম প্রতিনিধি, দৈনিক চট্টগ্রাম >>>
চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের তৃণমূল প্রতিনিধি সভা আগামিকাল শনিবার।  চট্টগ্রাম নগরীর জিইসি কনভেনশন সেন্টারে সকাল ৯ টায় প্রায় তিন হাজার নেতাকর্মীর উপস্থিতিতে এ প্রতিনিধি সভা অনুষ্ঠিত হবে।  আর এই সভায় আসার সুযোগ রাখা হয়নি দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে নির্বাচন করা কোনো বিদ্রোহী প্রার্থীকে।  এছাড়াও এসব বিদ্রোহী প্রার্থীদের জন্য যারা দলীয় সিদ্ধান্ত অমান্য করে কাজ করেছেন তারাও এই সভায় উপস্থিত থাকতে পারছেন না।  এমন সিদ্ধান্তে বেশ উৎফুল্ল দলের প্রার্থীদের পক্ষে কাজ করা নেতা-কর্মী-সমর্থকেরা।
জানা গেছে, শনিবারের এই বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি।  প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এমপি।  এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্য মন্ত্রী ড. হাসান মাহমুদ এমপি।  বিশেষ বক্তা হিসেবে থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি।  চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদ এমপি’র সভাপতিত্বে এই সভায় আরো উপস্থিত থাকবেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি, হুইপ সামশুল হক চৌধুরী এমপি, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি, বাংলাদেশ আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা সম্পাদক ওয়াসিকা আয়েশা খান এমপি, দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, সংসদ সদস্য যথাক্রমে নজরুল ইসলাম চৌধুরী, মোস্তাফিজুর রহমান চৌধুরী, প্রফেসর ড. আবু রেজা মো. নেজামুদ্দিন নদভী।
সভায় দক্ষিণ জেলা আওয়ামী লীগের সকল কর্মকর্তা ও সদস্যবৃন্দ, উপজেলা আওয়ামী লীগের কার্যকরি কমিটির সকল কর্মকর্তা ও সদস্যবৃন্দ, পৌরসভা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, নৌকা প্রতীকের নির্বাচিত উপজেলা চেয়ারম্যানবৃন্দ, পৌরসভার মেয়রবৃন্দ ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ অংশগ্রহণ করবেন।  তবে বিগত নির্বাচনগুলোতে যারা দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে বিদ্রোহী হয়ে নির্বাচন করেছেন এবং তাদের পক্ষে যারা কাজ করেছেন তারা এই সভায় অংশ নিতে পারছেন না।
চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান জানান, সামনে দলের কেন্দ্রিয় সম্মেলন।  এর আগেই হয়তো জেলা-নগর থেকে শুরু করে ইউনিট কমিটিগুলোর সম্মেলন হবে।  সে লক্ষ্যে তৃণমূলকে উজ্জীবিত করতে এই প্রতিনিধি সভার আয়োজন করা হয়েছে।  আমরা জুলাই মাসে জেলা সম্মেলনের প্রস্তুতি নিতে যাচ্ছি।  তার আগেই চারটি উপজেলার সম্মেলন করা হবে।  এছাড়াও জাতীয় নির্বাচন আসছে সামনে।  কেন্দ্রীয় নেতারা এসব নিয়ে কথা বলবেন।  কেন্দ্রীয় নেতারা যেভাবে সিদ্ধান্ত দিবেন সেভাবেই আমরা অগ্রসর হবো।  এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কেন্দ্রিয় নির্দেশনার আলোকে আমরা কাজ করছি।
আয়োজক কমিটির সাথে সম্পৃক্ত একাধিক নেতা জানান, কেন্দ্রীয় নির্দেশনার আলোকে আমরা দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে যারা নির্বাচন করেছে কিংবা তাদের পক্ষে যারা কাজ করেছে তাদের সভায় ডাকা হয়নি।  গত কিছুদিন আগে কিন্তু সেই সমস্ত বিদ্রোহী প্রার্থী ও তাদের হয়ে কাজ করা নেতাদের দল থেকে বহিস্কার করা হয়েছে।  দলের সভানেত্রী এই বিষয়ে কঠোর মনোভাব দেখিয়েছেন যা গণমাধ্যমের মাধ্যমে স্পষ্ট করেছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।  মূলত সেই জন্যই এই সিদ্ধান্ত বাস্তবায়ন করা হচ্ছে।  আগামি সম্মেলনগুলোতে যাতে তাদের কোনো প্রতিনিধিত্ব করার সুযোগ না থাকে সে বিষয়টিও বিবেচনায় রাখা হচ্ছে।

ডিসি/এসআইকে/এসইউ