বরুমচড়া শহীদ বশরুজ্জমান উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন

অতিথিদের সাথে প্রতিযোগিদের একাংশ।

আনোয়ারা প্রতিনিধি >>>
দক্ষিণ চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বরুমচড়া শহীদ বশরুজ্জমান উচ্চ বিদ্যালয়ে দুই দিনব্যাপি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শনিবার (১৮ জানুয়ারি) সম্পন্ন হয়েছে। বিদ্যালয়ের ৬ষ্ঠ থেকে দশম শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীরা পদ্মা, মেঘনা, যুমনা ও কর্ণফুলী চারটি হাউজে বিভক্ত হয়ে প্রতিযোগিতার ৩৩টি ইভেন্টে অংশ গ্রহণ করে। প্রথমদিন উদ্বোধনী অনুষ্ঠান শেষে এ্যাথলেটিক্স প্রতিযোগিতা ও দ্বিতীয়দিন সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ক্রীড়া ও সাংস্কৃতিক ইভেন্টসমূহ পরিচালনা করেন ক্রীড়া শিক্ষক মো. জাহাঙ্গীর আলম ও সিনিয়র শিক্ষক সনজিব সিংহ।
এই উপলক্ষে বিদ্যালয়ের মাঠে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিরুজ্জামান। বিদ্যালয়েয়ের সহকারী শিক্ষক মো. মোরশেদ হোসেনের সঞ্চালনায় আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক সহ-সভাপতি বশির আহমদ, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আবু মুছা চৌধুরী। শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক পিংকু পালিত, প্রিয়তোষ গুহ, মো. শহিদ, জাকের উল্লাহ, মঞ্জুর আলম, আবদুল হালিম চৌধুরী, রাশেদা বেগম, ঋশি কেশ দত্ত, কলিম উল্লাহ কুতুবি, মোরশেদা বেগম, রুনু দেবী, রেনুয়ারা বেগম, নাজমা আক্তার, অমিত পাল, আসহাব উদ্দিন প্রমুখ।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ছাড়াও বিপুল সংখ্যক অভিভাবক উপস্থিত ছিলেন। সকাল ৯ টায় জাতীয় সংগীত ও কুচকাওয়াজের মধ্যদিয়ে অনুষ্ঠান শুরু করা হয়।

ফিতা কেটে প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।

ডিসি/এসআইকে/জেএ