জব্দকৃত মালামাল এতিমখানায় বন্টন : আনোয়ারায় ভাসমান দোকান উচ্ছেদ, আটক ৯

আনোয়ারা প্রতিনিধি >>>
দক্ষিণ চট্টগ্রামের আনোয়ারা উপজেলার চাতরী চৌমুহনী বাজারে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে অবৈধ দোকান উচ্ছেদসহ ৯ জনকে আটক করেছে। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জোবায়ের আহমেদ এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। এসময় অবৈধ ভাসমান দোকানের জব্দকৃত মালামাল স্থানীয় তিনটি এতিমখানায় বন্টন করে দেয়া হয়।
আনোয়ারা উপজেলা নির্বাহী নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জোবায়ের আহমেদ জানান, চৌমুহনী বাজারের দু’পাশে ফুটপাত দখল করা ভাসমান দোকানগুলোর কারণে প্রতিদিনই যানজট ও জনদুর্ভোগের সৃষ্টি হচ্ছে। ইতোপূর্বে কয়েকবার অভিযান চালিয়ে তাদের অর্থদন্ডও দেয়া হয়। কিন্তু সংশোধন হয়নি। তাই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৯ জনকে আটক করে তাদের পণ্য জব্দ করা হয়। জব্দকৃত পণ্যগুলো ৩টি এতিমখানায় বিতরণ করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে।

ডিসি/এসআইকে/জেএ