আনোয়ারায় হাসপাতালের কর্মচারীর হাতে মার খেলেন রোগীর বাবা

অভিযুক্ত হূমায়ুন আজাদ।

মো. সোহেল, আনোয়ারা প্রতিনিধি >>>
শিশুপুত্রকে ডাক্তার দেখাতে গিয়ে সরকারি হাসপাতালের কর্মচারীর হাতে মার খেয়েছেন এক বাবা। অভিযুক্ত কর্মচারী হলেন আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বহিঃভিভাগের হুমায়ূন আজাদ। শনিবার (২৫ জানুয়ারি) বেলা সাড়ে ১১ টায় এ ঘটনা ঘটে। হুমায়ুন বিভিন্ন জায়গায় নিজেকে পরিচয় দেন, ‘আমি শুধু চাকুরিই করি না, আমি রাজনীতিও কর ’।
ঘটনার সময় উপস্থিত একাধিক প্রত্যক্ষদর্শী জানান, বহিঃবিভাগে শিশুপুত্রকে ডাক্তার দেখাতে যান আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নের ঔই ব্যক্তি। এসময় টিকিট চাইলে বহিঃবিভাগের কর্মচারী হূমায়ুন আজাদ রেগে যান। রেগে যাওয়ার কারণ জানতে চাইলে হুমায়ুন তার উপর হামলে পড়েন আর মারতে থাকেন। ওই সময় হাসপাতালে ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয় আর কাঁদতে থাকে ওই ব্যক্তির শিশু ও স্ত্রী।
অভিযোগ আছে, স্বাস্থ্য কমপ্লেক্সের চতুর্থ শ্রেণির কর্মচারী হূমায়ুন আজাদ প্রায়ই রোগীদের সাথে খারাপ আচরণ করেন। তিনি নিজেকে একটি রাজনৈতিক দলের কর্মী হিসাবে জাহির করেন আর প্রভাব বিস্তার করেন। এ কারণে হাসপাতালে চিকিৎসক-কর্মচারীরা অতিষ্ঠ ছিলো।
এ ব্যাপারে অভিযুক্ত হূমায়ূন আজাদ বলেন, রোগীর চাপ থাকায় টিকিট নিয়ে কথা কাটাকাটি হয়। আমি কাউকে মারিনি। এবিষয়ে ভূমিমন্ত্রীর সাথে রাতে আমাদের বৈঠক হয়েছে।
আনোয়ারা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু জাহিদ মোহাম্মদ সাইফুদ্দীন বলেন, আসলে দু’জনই মেজাজ ধরে রাখতে পারেনি বলে এ ঘটনা ঘটেছে। তবে, বিষয়টি নিয়ে ভূমিমন্ত্রী মহোদয়ের সাথে আমাদের বৈঠক হয়নি। আমরা গতকাল রাতে উনার সাথে সৌজন্য সাক্ষাৎ করতে গিয়েছি মাত্র।

ডিসি/এসআইকে/এমএস