উন্নয়নের এই অগ্রযাত্রায় আনোয়ারায় কেউ গৃহহীন থাকবে না : ভূমিমন্ত্রী

আনোয়ারা প্রতিনিধি >>>
ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি বলেছেন, আনোয়ারায় গৃহহীন কেউ থাকবে না। শেখ হাসিনার সরকার সারাদেশে গৃহহীনদের জন্য কাজ করে যাচ্ছে। এ সরকার জনগণের সরকার, মুজিব বর্ষকে সামনে রেখে সারা দেশের গৃহহীনদের গৃহ নির্মাণের ব্যবস্থা সরকার করে দেবে।
তিনি শনিবার (২৯ ফেব্রুয়ারি) বিকেলে ‘জমি আছে ঘর নেই’ প্রকল্পের আওতায় নির্মিত গৃহ ও দুর্যোগ সহনীয় বাসগৃহ প্রকল্পের মালিকদের চাবি হস্তান্তরকালে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে নির্বাহী অফিসার শেখ জোবায়ের আহমেদ’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান মৃণাল কান্তি ধর, সাব-রেজিস্ট্রার সালাহ উদ্দিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জামিরুল ইসলাম। অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানদের মাঝে মো. সোলাইমান, জানে আলম, এমএ কাইয়ুম শাহ, শাহদাত হোসেন চৌধুরী, অসীম কুমার দেব, ইয়াছিন হিরু, মামুনুর রশিদ চৌধুরী আশরাফসহ রাজনৈতিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে ভূমিমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় পরিচালিত বিশেষ আশ্রয়ণ প্রকল্প, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অধিনে বাস্তবায়িতব্য আনোয়ারা উপজেরা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার সার্বিক তত্ত্বাবধানে জমি আছে ঘর নেই মালিকদের ১ লক্ষ টাকা ব্যয়ে ৭৪টি ঘর ও ২ লক্ষ ৫০ হাজার টাকা ব্যয়ে ৬টি দুর্যোগ সহনীয় বাসগৃহ নির্মাণ শেষে উপকার ভোগীদের কাছে ঘরের চাবি হস্তান্তর করেন।
এসময় ভূমিমন্ত্রী আরো বলেন, সরকার দারিদ্র জনগোষ্ঠীর ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় আনোয়ারায় অনেক উন্নয়ন কাজ হয়েছে। চলমান রয়েছে অনেক বড়-বড় মেগা প্রকল্প। এগুলো বাস্তবায়িত হলে আনোয়ারার চেহারা পাল্টে যাবে।

ডিসি/এসআইকে/জেএ